ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

প্রকাশিত: ০৯:৪৮, ২৫ জুন ২০১৯

 বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার হিজলা ও গৌরনদী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা এলাকায় রবিবার সন্ধ্যায় পিকআপের চাপায় ইমন খলিফা (১৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত এবং আরোহী রাকিব খলিফা ও আজিজুল বেপারি গুরুতর আহত হয়েছেন। নিহত ইমন খলিফা ডাসার থানার গোপালসেন গ্রামের আব্দুল খালেক খলিফার পুত্র। গৌরনদী থানা পুলিশ ঘাতক পিকআপটিকে আটক করেছে। একইদিন বিকেলে হিজলা-মুলাদী সড়কের কাউরিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহানা আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের মোশারফ বেপারির কন্যা। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। খুলনায় নারী স্টাফ রিপোর্টার খুলনা থেকে জানান, খুলনায় ট্রাক চাপায় হাসি বেগম (২২) নামে এক নারী নিহত হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর ফুলবাড়ীগেটস্থ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকসহ চালকের সহকারী আবুল হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ। নিহত হাসি বেগম নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। স্বামী পরিত্যক্তা এ নারীর একটি ছেলে সন্তান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সাভারে পোশাক শ্রমিক সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারে বাস চাপায় আল মোসলেম (৬০) নামের এক বৃদ্ধা পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পৌর এলাকার উলাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত পোশাক শ্রমিক উলাইল বাসস্ট্যান্ডে অবস্থিত আনলিমা টেক্সটাইল লিমিটেডে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, সকালে আল মোসলেম তার কর্মস্থল আনলিমা টেক্সটাইলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। তিনি উলাইল বাসস্ট্যান্ডে পৌঁছে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ ঘটনা স্থল থেকে তার মরদেহ উদ্ধার করে । রূপগঞ্জে ট্রাক ড্রাইভার নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, রূপগঞ্জে একটি লড়ির ধাক্কায় ট্রাক খাদে পড়ে যায়। লড়ির চাকায় পিষ্ট হয়ে ট্রাক ড্রাইভার জাহিদুল ঘটনাস্থলেই নিহত হয়। এসময় এক রিক্সা চালকসহ আহত হয়েছেন চার জন। সোমবার ভোরে উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের টেংরারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সোমবার ভোরে খালি ড্রামভর্তি একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে টেংরারটেক এলাকায় রাস্তার পাশে রেখে ট্রাকটি মেরামতের কাজ করছিলেন ট্রাকের ড্রাইভার জাহিদুল। রাত ৪টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা বিদ্যুতের খুঁটি ভর্তি একটি লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও একটি রিক্সাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এসময় ট্রাকের নিচে থাকা ড্রাইভার জাহিদুল লড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। কলাপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে ॥ আহত ১৫ নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতু সংলগ্ন সলিমপুর এলাকায় রুদ্র-তূর্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। সোমবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মর্জিনা আক্তার, সোনিয়া, মোতালেব, পারভেজ ও গকুল শীলকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালী যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধীরগতিতে পুকুরে নামিয়ে দেয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। বাসটিতে ২০ জনের বেশি যাত্রী ছিল বলে আহতরা জানান। মুন্সীগঞ্জে পথচারী স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, শ্রীনগরে ট্রাকচাপায় জমির (৩৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেয়টচিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জমির একই উপজেলার কাদিরগাও গ্রামের শামসুদ্দিনের ছেলে। সিরাজগঞ্জে শিক্ষক স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, সোমবার সকাল সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে রেজাউল আলম (৫০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার ঝাঐল ইউনিয়নের চক শাহবাজপুর গ্রামে। সে চক শাহবাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। চক শাহবাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে শিক্ষক রেজাউল তার নিজ এলাকা চকশাহবাজপুরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা জামতৈল স্টেশনগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কাটা পড়ে। আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে দুপুরে রাস্তায় তার মৃত্যু হয়।
×