ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৯:৪৯, ২৫ জুন ২০১৯

 সৈয়দপুর পৌরসভার  বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের জন্য ১৪১ কোটি ৫১ লাখ ৪৩ হাজার ৮১৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার চত্বরে পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার ওই বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানটি স্থানীয় ক্যাবল টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করায় পৌর এলাকার নাগরিকরা ঘরে বসে বাজেট ঘোষণা দেখতে পায়। এ সময় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, সাংবাদিক সাকির হোসেন বাদল, মকবুল হোসেন অধ্যক্ষ আবু রায়হান আল-বেরুনী, সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারমান সানজিদা বেগম লাকী, বিশিষ্ট ব্যবসায়ী ইমতেয়াজ আহমেদ, এসকেএস প্রকল্প সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, কুড়িগ্রাম পৌরসভায় ২০১৯-২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কুড়িগ্রাম শাখার আয়োজনে সোমবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভা হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আব্দুল জলিল। এ সময় সচেতন নাগরিক কমিটি কুড়িগ্রামের স্থানীয় সরকার উপকমিটির আহ্বায়ক এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ, নাগরিক ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। শিবচর পৌরসভা নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, নতুন কোন করারোপ ছাড়াই শিবচর পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের ৫৫ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌর মেয়র আওলাদ হোসেন খান এ বাজেট ঘোষণা করেন। বাজেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। জানা গেছে, রবিবার সন্ধ্যায় শিবচর পৌরসভার চৌধুরী ফিরোজা বেগম অডিটোরিয়ামে ২০১৯-২০ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশনে পৌর মেয়র আওলাদ হোসেন খান পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের ৫৫ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।
×