ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাটচাষীদের প্রশিক্ষণ

প্রকাশিত: ০৯:৪৯, ২৫ জুন ২০১৯

 পাটচাষীদের প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৪ জুন ॥ কচুয়ায় পাটচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উন্নত প্রযুক্তিনির্ভর পাট বীজ উৎপাদন এবং সম্প্রাসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটচাষীদের প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলীমা আফরোজ। পাটচাষীদের প্রশিক্ষণ প্রদান করেন, কুমিল্লা অঞ্চলের বিএডিসি (বীজ বিপণন) উপ-পরিচালক নিগার সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, চাঁদপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আবদুল জলিল, মুখ্য পরিদর্শক সাইফুল আলম, কচুয়া উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবীব প্রমুখ।
×