ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩১ কোটি টাকা আত্মসাত ॥ চলন্তিকার ৪ কর্মকর্তার স্বীকারোক্তি

প্রকাশিত: ০৯:৫০, ২৫ জুন ২০১৯

 ৩১ কোটি টাকা আত্মসাত ॥  চলন্তিকার ৪ কর্মকর্তার  স্বীকারোক্তি

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৪ জুন ॥ গ্রাহকের সাড়ে ৩১ কোটি টাকা আত্মসাতের মামলায় চলন্তিকা যুব সোসাইটির চার কর্মকর্তা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। রবিবার এবং সোমবার বিকেলে নড়াইলের কালিয়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের কাছে এ জবানবন্দী প্রদান করেন। এদিকে এ মামলার আরও দুই আসামি গ্রেফতার হয়েছে। তারা হলেন চলন্তিকার নির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জমান এবং অসিত দাস। মামলায় এ পর্যন্ত ১৬ আসামির মধ্যে মোট আটজন গ্রেফতার হয়েছে। এদিকে সোমবার এ মামলার প্রধান আসামি এনজিওটির চেয়ারম্যান খবিরুজ্জামান ও ২ নম্বর আসামি নির্বাহী পরিচালক সরোয়ার হুসাইনের তিন দিনের এবং দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদককে আরও দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন। উল্লেখ্য, ২০০৪ সালে চলন্তিকা যুব সোসাইটি নামে একটি এনজিও গ্রাহকদের কাছ থেকে নড়াইল, বাগেরহাট এবং খুলনার নয়টি শাখা থেকে ৩১ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৭৪০ টাকা গ্রাহকদের কাছ থেকে দ্বিগুণ ও তিনগুণ মুনাফার লোভ দেখিয়ে ডিপিএস এবং এফডিআর-এর নামে গ্রহণ করে। পরে মেয়াদ শেষে লভ্যাংশসহ টাকা ফেরত দেয়ার সময় হলে ২০১৮ সালের মার্চ মাসে গ্রাহকদের টাকা না দিয়ে সকল অফিস বন্ধ করে দেয়।
×