ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুলনায় গ্রাহকদের কাছে সময় চান ওজোপাডিকোর এমডি

প্রকাশিত: ০৯:৫১, ২৫ জুন ২০১৯

  খুলনায় গ্রাহকদের কাছে সময় চান ওজোপাডিকোর  এমডি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বিষয়ে বিভিন্ন মহল থেকে উত্থাপিত বিষয় ও অভিযোগ প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কর্র্তৃপক্ষ। সোমবার খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন। সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলেও কোন প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেননি ওজোপাডিকোর এমডি। কেউ কেউ তার ব্যক্তিগত অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গে প্রশ্ন করলে তার জবাবও এড়িয়ে যান। এক পর্যায়ে প্রশ্নের উত্তর দেয়ার জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত প্রি-পেমেন্ট মিটার প্রকল্প পরিচালক মোঃ শহীদুল ইসলাম ও উপ-বিভাগীয় প্রকৌশলী মেঃ রকিবুল ইসলামকে বলেন। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার সংবাদ সম্মেলনে ওজোপাডিকোর এমডি ও প্রকল্প পরিচালক এবং প্রকৌশলী সাংবাদিকদের প্রশ্নের মোকাবেলা করতে না পেরে এক পর্যায়ে এমডি বিদ্যুতের প্রি-প্রেইড মিটার সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য গ্রাহকদের কাছে ছয় মাস সময় চান।
×