ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএসটিআইর অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:৫৮, ২৫ জুন ২০১৯

 বিএসটিআইর  অভিযানে ৬৫ হাজার টাকা  জরিমানা

রবিবার বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিমুল এহসানের নেতৃত্বে এবং এপিবিএন-১২ এর সহযোগিতায় তেজগাঁও শিল্প এলাকা থানাধীন পূর্ব নাখালপাড়া এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে লাইসেন্স গ্রহণ ছাড়া ফার্মেন্টড মিল্ক (দই), বিস্কুট ও কেক পণ্যে অবৈধভাবে মানচিহ্ন সংযোজনপূর্বক বিক্রি/বিতরণ ও বাজারজাত করায় নিউ জমজম সুইটস্ এন্ড বেকারি, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হাজী সুইটমিট এন্ড বেকারিকে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার এবং পণ্যের পরিচিতিমূলক তথ্য প্রদর্শন না করে ফার্মেন্টড মিল্ক ও বিস্কুট বিক্রি/বিতরণ ও বাজারজাত করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। -বিজ্ঞপ্তি।
×