ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তৃণমূলকে মূল্যায়ন করে নেতৃত্ব নির্ধারণ ॥ জিএম কাদের

প্রকাশিত: ১০:১৮, ২৫ জুন ২০১৯

 তৃণমূলকে মূল্যায়ন করে নেতৃত্ব নির্ধারণ ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি (জাপা) এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নেতাকর্মীরা যেন মনে করে জাতীয় পার্টিতে তাদের মালিকানা আছে। দল পরিচালনায় তৃণমূলকে মূল্যায়ন করে নেতৃত্ব নির্ধারণ করা হবে। মনোনয়ন ও পার্টির বিভিন্ন নেতৃত্ব তার অতীত ত্যাগ ও শ্রমের ওপর বিবেচনা করে মূল্যায়ন করা হবে। উড়ে এসে জুড়ে বসার সুযোগ জাপায় থাকবেনা। দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, যারা ষড়যন্ত্র করে জাপা থেকে আওয়ামী লীগে গেছে তাদের চিহ্নিত করা হবে। ২১ বছর পর এরশাদ সমর্থনে ক্ষমতায় এসে আওয়ামী লীগ আমাদের মূল্যায়নের পরিবর্তে অপমান করছে। ভবিষ্যতে জাপার ওপরে আঘাত করার চেষ্টা করলে আমরাও বসে থাকব না, প্রতিউত্তর দিব। সোমবার দুপুরে রাজধানীর এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে জাপা আয়োজিত চার দিনব্যাপী বিভাগীয় সাংগঠনিক সভার প্রথম দিনে তারা এসব কথা বলেন। ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক নেতারা প্রথম দিনে অংশ নেন। তাদের মধ্যে বেশির ভাগ নেতা দলের করুণ অবস্থার চিত্র তুলে ধরেন। সভার শুরুতে অনুষ্ঠানস্থলে প্রবেশ নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাইরে থাকা বেশ কয়েকটি টেবিল চেয়ার ভাংচুর করা হয়। পরে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল এসে পরিস্থিতি শান্ত করেন। সভার সমাপনী বক্তব্যে জিএম কাদের বলেন, বিগত ২৯টি বছর অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যদিয়ে জাতীয় পার্টি টিকে রয়েছে। যার সম্পূর্ণ কৃতিত্ব হুসেইন মুহম্মদ এরশাদের। আমি তার মতো এত বড় মাপের নেতা নই। আমি জাপার খাদেম হিসেবে থাকতে চাই। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি করতে হবে। ভাড়া করা লোক দিয়ে সংগঠন হবেনা। সংগঠনে কোন্দল সৃষ্টিকারীকে জাপায় রাখা হবেনা। সভার সূচনা বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, যারা ষড়যন্ত্র করে আওয়ামী লীগে গেছে তাদের চিহ্নিত করা হবে। ২১ বছর পর এরশাদ সমর্থনে ক্ষমতায় এসে আওয়ামী লীগ আমাদের মূল্যায়নের পরিবর্তে অপমান করছে। ভবিষ্যতে জাপার ওপরে আঘাত করার চেষ্টা করলে আমরাও বসে থাকব না, প্রতিউত্তর দিব। তিনি বলেন, আজ জাপার এই বিভাগীয় সভায় সুনির্দিষ্ট কারণ ছাড়া জেলা ও অঙ্গ সংগঠনের যেসব নেতারা আসেননি তাদের পার্টি থেকে বহিষ্কার করা হবে। যারা এরশাদ ও জি এম কাদেরের রাজনীতি করবেন না তাদের জাতীয় পার্টি করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন সাবেক এই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
×