ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুত কেন্দ্র হচ্ছে মংলায়

প্রকাশিত: ১০:১৯, ২৫ জুন ২০১৯

  দেশের প্রথম  ভাসমান সৌর বিদ্যুত  কেন্দ্র হচ্ছে  মংলায়

দেশের প্রথম ১৫ মেগাওয়াট ভাসমান সৌর বিদ্যুত উৎপাদন হবে বাগেরহাটের মংলা পোর্ট পৌরসভায়। এজন্য ভারত সরকার মংলা পোর্ট পৌরসভাকে দিচ্ছে ১৫০ কোটি টাকা। রবিবার দুপুরে মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে মংলা পোর্ট পৌরসভার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ভারতের প্রিমিয়ার সোলার পাওয়ারটেক প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশের সোলার ইপিসি ডেভলপমেন্ট লিমিটেড। -খবর বাসসর।
×