ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শামুকের কারণে

প্রকাশিত: ১০:২১, ২৫ জুন ২০১৯

 শামুকের কারণে

জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কিউসুতে বিদ্যুত বিভ্রাট হয়েছে ছোট একটি শামুকের কারণে। এতে বিঘ্নিত হয়েছে ওই অঞ্চলের বুলেট ট্রেন যোগাযোগ ব্যবস্থা। ওই অঞ্চলের স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় বড় ধরনের বিদ্যুত বিভ্রাটের ঘটনা ঘটে। যাতে বিঘ্নিত হয় ওই অঞ্চলের রেল যোগাযোগ। ফলে ২৬ ট্রেনের সিডিউল বাতিল করা হয়। এতে ভোগান্তিতে পড়েন অন্তত ১২ হাজার যাত্রী। পরে বিদ্যুত বিভ্রাটের কারণ তদন্ত করে প্রায় এক মাস পর শামুকের বিষয়টি জানতে পারে কর্তৃপক্ষ। রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর কিতাকিউসু জানায়, ২-৩ ইঞ্চি আকারের ছোট শামুকটি পাওয়ার বক্সের একটি বৈদ্যুতিক তারের ফাঁকে ঢুকে পড়লে শর্ট সার্কিট হয়ে এ ঘটনাটি ঘটে। এতে শামুকটিও পুড়ে মারা যায়। প্রতিদিনই দেশটির কয়েক হাজার মানুষ রেলের মাধ্যমেই যাতায়াত করে থাকে। তবে সেখানে এ ধরনের ঘটনা খুবই বিরল। -গার্ডিয়ান
×