ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৫০ কোটি ডলার দান

প্রকাশিত: ১০:২১, ২৫ জুন ২০১৯

 ৫০ কোটি ডলার দান

গত ২৫ বছর ধরে ম্যাক তাদের ভিভা গ্ল্যাম লিপস্টিক বিক্রি থেকে পাওয়া পুরো অর্থই এইডস প্রতিরোধের গবেষণায় দান করে আসছে। এই লিপস্টিক পাওয়া যায় মাত্র তিনটি শেডে। লেডি গাগা থেকে মাইলি সাইরাস, রিহানা থেকে ক্রিস্টিনা আগুইলেরা বা ইয়ং জেনারেশনের সাম্প্রতিক সেনসেসন আরিয়ানা গ্র্যান্ডে, এদের মধ্যে একটা বিষয় একই। বিশ্বখ্যাত এইসব তারকা সবাই জীবনের কোন না কোন সময়ে ব্র্যান্ড এ্যাম্বাসেডর হয়েছেন ম্যাকের ভিভা গ্ল্যামের। বিশ্বের প্রথম সারির লিপস্টিকের মধ্যে শ্যানেল, এস্তে ল্যঁদর, নার্স, ডিওর-এর সঙ্গে একসঙ্গেই উচ্চারিত হয় ম্যাকের নাম। শুধু লিপস্টিক নয়, এই ব্র্যান্ডের প্রসাধনী রেঞ্জের খ্যাতি বিশ্বজোড়া। প্রতিষ্ঠানটি এইডস গবেষণায় ২৫ বছরে ৫০ কোটি ডলার দান করেছে। আগামী ৩ বছর প্রতি বছর সাড়ে ১০ কোটি মার্কিন ডলার দান করে ইউনিসেফের তহবিলে। -ইন্ডিয়া টাইমস
×