ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুরান ঢাকা থেকে ১৫ টন পলিথিন জব্দ

প্রকাশিত: ১০:৪৫, ২৫ জুন ২০১৯

 পুরান ঢাকা থেকে ১৫ টন পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার ইসলামবাগ ও চকবাজারের ৪টি কারখানা এবং ২টি গুদাম থেকে ১৫ টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর। এসব প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। সোমবার এসব পলিথিন কারখানায় অভিযান চালান পরিবেশ অধিদফতরের ঢাকার মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। তিনি জানান, নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, বিপণন ও বিতরণ করায় ইসলামবাগ ও চকবাজারের ওই কারখানাগুলোকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৫ টন পলিথিন। এসব পথিলিন প্রতিষ্ঠানগুলোর বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
×