ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নারীকে বিয়ে করে প্রথম স্ত্রীকে নির্যাতন

প্রকাশিত: ১০:৪৫, ২৫ জুন ২০১৯

 রোহিঙ্গা নারীকে বিয়ে করে প্রথম স্ত্রীকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গা নারীদের বিয়ে করা স্থানীয়দের জন্য নিষেধ থাকা সত্ত্বেও এক শ্রেণীর বিয়ে পাগলা ব্যক্তি ওই নিষেধ উপেক্ষা করে চলেছে। রোহিঙ্গারাও আত্মীয়তার বন্ধন গড়ে তোলার জন্য তাদের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের তুলে দিচ্ছে স্থানীয়দের হাতে। জানা যায়, টেকনাফ হোয়াইক্যং রইক্ষ্যং গ্রামের আবদুর রহমান এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে বিয়ে করে নির্যাতন চালিয়ে যাচ্ছে তার স্ত্রী ফাতেমা খাতুনের ওপর। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রোহিঙ্গা অনুপ্রবেশের পর মৃত গুরা মিয়ার পুত্র আবদুর রহমান (৪০) এক রোহিঙ্গা মেয়েকে বিয়ে করে আগের স্ত্রী ৬ সন্তানের জননী ফাতেমার ওপর নির্যাতন চালাচ্ছে। দুইটি মেয়ের বিয়ে ও নাতিও রয়েছে ওই ব্যক্তির। তারপরও ১৫ বছরের রোহিঙ্গা নারীকে ওই বয়স্ক বিয়ে পাগলার হাতে তুলে দিতে পরোয়া করেনি রোহিঙ্গা অভিভাবক। নির্যাতনের শিকার ফাতেমা খাতুন জানান, আমার স্বামী আবদুর রহমান এক রোহিঙ্গা নারীকে বিয়ে করে আমার ওপর নির্যাতন চালাচ্ছে। দীর্ঘ দেড় বছর ধরে বাড়িতে বসবাস না করে মাঝেমাঝে বাড়ি এসে আমাকে নির্যাতন করে যাচ্ছে। আমি এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছি।
×