ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বিমান মহড়া পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: ১০:৪৬, ২৫ জুন ২০১৯

 বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বিমান মহড়া  পরিদর্শনে মার্কিন  রাষ্ট্রদূত

বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার লালমনিরহাটে ছয় দিনব্যাপী চলমান যৌথ মহড়া এক্সারসাইজ প্যাসিফিক এঞ্জেল-২০১৯-১ পরিদর্শন করেছেন। সোমবার লালমনিরহাটে বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে চলমান এই যৌথ মহড়া পরিদর্শন করেন তিনি। খবর বাসস’র। মহড়া পরিদর্শনে গেলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে স্বাগত জানান বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ নজরুল ইসলাম। পরিদর্শনের অংশ হিসেবে রাষ্ট্রদূত লালমনিরহাট জেলার কদমতলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চিকিৎসা ক্যাম্প এবং ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ের প্রকৌশল কার্যক্রমের জন্য স্থাপিত ক্যাম্পে যান। তিনি ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। সার্বিক সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এই মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাটের আশপাশের এলাকার রোগীদের বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবাসহ ওষুধ ও সহায়ক সামগ্রী প্রদান করা হয়। এ অনুশীলনের মাধ্যমে দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে দ্রুততম সময়ে স্বাস্থ্যসেবায় করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় ধারণা প্রদান করা হয়েছে। এছাড়াও এই মহড়ার মাধ্যমে এ এলাকার ক্ষতিগ্রস্ত পাঁচটি বিদ্যালয় ভবন পুনর্নির্মাণ করা এবং স্যানিটারি সামগ্রী প্রদান করা হচ্ছে।
×