ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সবচেয়ে বড় অক্টোপাস

প্রকাশিত: ১০:৫৯, ২৫ জুন ২০১৯

  সবচেয়ে বড় অক্টোপাস

মেক্সিকোর গভীর জলে পাওয়া গেল বিশালাকৃতির অক্টোপাস। এ যাবতকালে পাওয়া সবচেয়ে বড় অক্টোপাস এটি। বিজ্ঞানীদের কাছে এটি সত্যিই একটি বড় খবর। ৭৫০ মিটার গভীরে, কালো জলের মধ্যে ক্যামেরা নামিয়ে গবেষণা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। সেখানেই ধরা পড়ে বিশালাকৃতির অক্টোপাস। ক্যামেরাটিকে দেখে হামলা চালিয়েই আবার কালো জলের অন্ধকারে মিলিয়ে যায়। এই প্রথমবার আমেরিকার জলের নিচে এ ধরনের সরাসরি ভিডিও সত্যিই বিজ্ঞানীদের কাছে অবিস্মরণীয়। ন্যাশনাল ওশিয়ানিক এ্যান্ড এ্যাটমোস্ফিরিক এ্যাডমিনি-স্ট্রেশনের গবেষকের একটি দল অভিযান চালিয়েছিল। সেখানেই প্রাণীটি ধরা পড়ে। ৩,২৮০ ফুট সমুদ্রের নিচের অবস্থানকে ‘মিডনাইট জোন’ নামে খ্যাত। -দ্য সান
×