ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে পোল্ট্রি ক্ষুদ্র প্রান্তিক খামারীদের মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫০, ২৫ জুন ২০১৯

বরিশালে পোল্ট্রি ক্ষুদ্র প্রান্তিক খামারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ “স্বল্প মূল্যে পোল্ট্রি ও মৎস্য ফিড চাই” পোল্ট্রি খাতে সরকারের ভর্তুকি দেওয়া ও পোল্ট্রি ফিডে ভ্যাট মওকুফ করাসহ পাঁচ দফা দাবীতে নগরীতে আজ মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ক্ষুদ্র প্রান্তিক পোল্ট্রি খামারী ব্যবসায়ীদের আয়োজনে নগরীর সদররোডে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে পোল্ট্রি ব্যবসায়ি বাহালুল কবীর খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী নুরুল ইসলাম, শহিদুল ইসলাম, জাকির আলম, আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা বলেন, পোল্ট্রি শিল্পের উপর থেকে অবিলম্বে ভ্যাট মওকুফ করাসহ তাদের ন্যায্য পাঁচ দফা দাবি পুরন করা না হলে পোল্ট্রি শিল্পের সাথে জড়িত বরিশালে কয়েক হাজার শিক্ষিত যুবকসহ বিভিন্ন ব্যবসায়িদের চরম লোকসানের মুখে পরতে হবে।
×