ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিপিপির মাধ্যমে সকল বন্ধ টেক্সটাইল মিল চালু হবে ॥ পাটমন্ত্রী

প্রকাশিত: ০৯:৩০, ২৬ জুন ২০১৯

পিপিপির মাধ্যমে সকল বন্ধ টেক্সটাইল মিল চালু হবে ॥ পাটমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি বলেন, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশই প্রথম পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) এর মাধ্যমে দেশের বন্ধ টেক্সটাইল মিলগুলোকে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। বন্ধ এসব মিলসমূহ পুনরায় চালু হলে এ সকল শিল্প-প্রতিষ্ঠানে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ লক্ষ্যে, বর্তমান সরকার পর্যায়ক্রমে দেশের সকল বন্ধ টেক্সটাই মিলগুলো পিপিপি’র মাধ্যমে চালু করার প্রচেষ্টা করছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনার গাঁ’তে পিপিপি’র মাধ্যমে বিটিএমসি’র আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলস লিমিটেড মিলটি কনসোর্টিয়াম অব তানজিনা ফ্যাশন লিমিটেডের মাধ্যমে পরিচালিত হওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিটিএমসির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান এবং কনসোর্টিয়াম অব তানজিনাফ্যাশন লিঃ এর পক্ষে হাসানুল মুজিব। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাফিল আলম এমপি, মোমিন ম-ল এমপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব গুলনার নাজমুন নাহার, বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান, বিজিএমইএ এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, তানজীনা ফ্যাশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হাসানুল মুজিব প্রমুখ। মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন ব্যবসা বান্ধব স্থানে বিটিএমসি’র ৬৩৬.৩৮ একর জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এই জমিসমূহ পিপিপি’র মাধ্যমে উৎপাদন খাতে ব্যবহারের ফলে একদিকে যেমন সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান লাভবান হবে। অপরদিকে, দেশের জিডিপি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতি আরও সুদৃঢ় হবে।
×