ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভাগ্নের জামিন না হওয়ায় আদালতের বারান্দায় মারা গেলেন খালা

প্রকাশিত: ১১:১৪, ২৬ জুন ২০১৯

ভাগ্নের জামিন না হওয়ায় আদালতের বারান্দায় মারা গেলেন খালা

কোর্ট রিপোর্টার ॥ ভাগ্নের জামিন নামঞ্জুর হওয়ার খবর শুনে বিচারকক্ষে অসুস্থ হয়ে আদালতের বারান্দায় মারা গেলেন খালা। মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং দেউলিয়া বিষয়ক আদালতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, দোহার থানার ৭(১০)১৮ নম্বর মামলার আসামি ঢাকার দোহার থানাধীন বরইক্রাসি গ্রামের আমির আলী মাদবরের ছেলে মোঃ রুবেল (২৭)। তিনি ২০১৮ সালের ৫ অক্টোবর ৭২৫ পুড়িয়া (১৫২ গ্রাম) হেরোইন নিয়ে গ্রেফতার হন। মামলার আসামি পক্ষের আইনজীবী রজব হোসেন বলেন, প্রায় ৮ মাস কারাগারে থাকা আসামি রুবেলের পক্ষে মঙ্গলবার তিনি আদালতে আসামির উপস্থিতিতে জামিনের আবেদন করে শুনানি করেন। ওই সময় আদালতে আসামির খালা জোহরা (৫০) এবং আসামির বোন বেবি উপস্থিত ছিলেন। শুনানির পর বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করেন। এ কথা জানার পর খালা জোহরা আদালত কক্ষে অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তাকে হাসপাালে নেয়ার উদ্দেশে আদালত কক্ষ থেকে বের করে বারান্দায় নেয়ার পরই তিনি মারা যান।
×