ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৭ শতকের বাটি

প্রকাশিত: ১১:৪২, ২৬ জুন ২০১৯

১৭ শতকের বাটি

ঘরের ভিতর যে অতিমূল্যবান একটি জিনিস রয়েছে তা জানতেন না ঘরের লোকজন। অনেক পুরনো হলেও বড় বাটির মতো দেখতে একটি জিনিসের মধ্যে টেনিস বল রেখে দিতেন তারা। ফেলে দেবেন! কিছু তো কাজে আসছে এই ভেবে ঘরের এক কোণে চীনা বোল রাখা ছিল। সেই বোল নিলামে উঠে দাম উঠল ৫ মিলিয়ন যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪ কোটি রুপী। সুইস নিলামকারী কোলার নিলাম কোম্পানির সদস্যরা যখন ওই সুইস পরিবারের বাড়িতে যান এবং সেখানে কী কী নিলামে তোলা যায়, সেই সব দেখতে গিয়ে নজরে আসে এই মূল্যবান বোলটি। অনুমান করা হচ্ছে, এই বোলটি ১৭ শতকের। চীনের রাজাদের সময়ে ব্যবহার করা হয় এমন ব্রোঞ্জের বিশালাকার বাটি। জানা গেছে, সুইস পরিবারের কেউ এক সময়ে চীন গিয়েছিলেন। সেখান থেকেই এটি কেনা হয়। কোলার নিলাম কোম্পানির মিডিয়া ও মার্কেটিংয়ের প্রধান কার্ল গ্রিন এই অমূল্য দ্রব্যটিকে বার্লিন মিউজিয়ামে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। -ওয়েবসাইট
×