ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পা হারানো রাসেলকে প্রতি মাসে ৫ লাখ টাকা দেয়ার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১১:৪৩, ২৬ জুন ২০১৯

পা হারানো রাসেলকে প্রতি মাসে ৫ লাখ টাকা দেয়ার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ যাত্রাবাড়ী ফ্লাইওভারে গ্রীন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে প্রতি মাসে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে রাসেলকে টাকা দিয়ে ১৫ তারিখের মধ্যে তা আদালতকে জানাতে বলা হয়েছে। এবং এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১৬ জুলাই দিন ধার্য করেছে হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার গ্রীন লাইন বাস কর্তৃপক্ষের প্রতি এ নির্দেশ দেন। আদালতে গ্রীন লাইন পরিবহনের পক্ষে ছিলেন এ্যাডভোকেট মোঃ অজি উল্লাহ ও রিট আবেদনকারীর পক্ষে ছিলেন খোন্দকার শামসুল হক রেজা। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাসার। এ সময় রাসেল সরকার তার স্ত্রী সন্তান নিয়ে আদালতে উপস্থিত ছিলেন। আদালতে গ্রীন লাইন পরিবহনের পক্ষের আইনজীবী ক্ষতিপূরণের টাকা কমানের এবং টাকা কিস্তিতে দেয়ার আবেদন করেন। তবে আদালত ক্ষতিপূরণের টাকা কমানের আবেদন মঞ্জুর না করে মাসে ৫ লাখ টাকা করে দিতে আদেশ দেন। গত ১৫ মে হাইকোর্ট ৭ দিনের মধ্যে রাসেলকে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছিল। এর আগে গত ১০ এপ্রিল রাসেল সরকারের হাতে ক্ষতিপূরণের ৫ লাখ টাকার চেক তুলে দেয় গ্রীন লাইন বাস কর্তৃপক্ষ। ওই দিন হাইকোর্ট কক্ষে বিচারকের সামনে গ্রীন লাইনের আইনজীবী মোঃ অজি উল্লাহ এই চেক রাসেলের হাতে তুলে দেন। সে সময় গ্রীন লাইনের আইনজীবী বাকি ৪৫ লাখ টাকা দিতে এক মাস সময় চাইলে হাইকোর্ট সময় মঞ্জুর করেন। সেই সঙ্গে রাসেলকে যথাযথ চিকিৎসা দিতে গ্রীন লাইন বাসের মালিককে নির্দেশ দেয় আদালত। গত ১২ মার্চ হাইকোর্ট পা হারানো প্রাইভেটকার চালক রাসেলকে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন। সেই সঙ্গে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষকে রাসেলের চিকিৎসার জন্য যা খরচ তা দিতে বলা হয়।
×