ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতকে হারানো সম্ভব মনে করছেন সাকিব

প্রকাশিত: ১২:২৭, ২৬ জুন ২০১৯

ভারতকে হারানো সম্ভব মনে করছেন সাকিব

মিথুন আশরাফ ॥ বিশ্বকাপ মাতিয়ে রেখেছে বাংলাদেশ। অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছেন টাইগাররা। সাফল্যেও ভাসছে দল। সেই সাফল্য আরও দ্বিগুণ হয়ে যাবে। যদি সামনের ম্যাচে ভারতকে হারানো যায়। ভারতকে হারানো সম্ভব। এমনটিই মনে করছেন বাংলাদেশের বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘ভারতের বিপক্ষে পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওরা চ্যাম্পিয়ন হতেই এসেছে। ওদের হারাতে আমাদের অনেক ভাল খেলতে হবে। আমার বিশ্বাস, আমাদের সেই সামর্থ্য আছে।’ সঙ্গে যোগ করেন, ‘আমাদের কাজটি সহজ হবে না। অভিজ্ঞতা সাহায্য করে বটে, তবে অভিজ্ঞতাই শেষ কথা নয়। ভারতকে হারাতে হলে নিজেদের সেরাটা খেলতে হবে আমাদের। তাদের এমন সব ক্রিকেটার আছেন যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। যেটা বললাম, নিজেদের সেরাটা দিতে হবে আমাদের এবং আমাদের সামর্থ্য আছে জয়ের।’ ২ জুলাই বার্মিংহ্যামের এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের হাতে থাকা দুটি ম্যাচই নকআউট। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরপর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে হারের পর আবার সোমবার আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে টাইগাররা। এবার সামনে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে। বাংলাদেশ এ পর্যন্ত ৭ ম্যাচের তিনটিতে জিতেছে। তিনটিতে হেরেছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। পয়েন্ট ৭। পয়েন্ট তালিকায় অবস্থান পঞ্চম। বাংলাদেশ যদি পরের দুটি ম্যাচ জিতে তাহলে পয়েন্ট হবে ১১। বাংলাদেশের সামনে সেমিফাইনালে খেলার সুযোগ রয়েছে। এ জন্য শেষ দুটি ম্যাচে জিততে হবে। বাংলাদেশ যে পরিকল্পনা নিয়ে বিশ্বকাপে খেলছে তাতে পাকিস্তানের বিপক্ষে জেতার হিসেব কষাই আছে। এখন তা জিতলেই হলো। তবে পাকিস্তানের আগে বাংলাদেশের সামনে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে। প্রতিপক্ষ যে ভারত। দলটি এবার বিশ্বকাপে এখনও অপরাজিত আছে। তবে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। তারপর খেলবে বাংলাদেশের বিপক্ষে। এতদিন দীর্ঘদিন বিরতি দিয়ে একেকটি ম্যাচ খেলার সুযোগ পেলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে নামার আগে চারদিনে দুটি ম্যাচ খেলবে ভারত। কম বিরতি দিয়ে ম্যাচ খেলতে নামায় বাংলাদেশের সামনে ভাল সুযোগও থাকতে পারে। উল্টো বাংলাদেশ যে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার আগে সাতদিন বিরতি পাচ্ছে। আবার মঙ্গলবারই দলের ক্রিকেটাররা সাউদাম্পটন থেকে বার্মিংহ্যামে পৌঁছে পাঁচদিন ছুটি পেয়েছে। ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে থাকার যথেষ্ট সুযোগ পেয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সতেজ মন নিয়ে ভারতের বিপক্ষে খেলতে নামলেই হলো। আর নৈপুণ্য দেখিয়ে দিতে পারলেই হলো। বাংলাদেশ যে এখন যে কোন দলকেই হারাতে পারে, সেই সামর্থ্য দেখিয়েও দিয়েছে। যে আফগানিস্তানের সঙ্গে ভারত হাবুডুবু খেয়েছে, সেই দলটিকে বাংলাদেশ পাত্তাই দেয়নি। সাকিব তাই ভারতকে হারানোর সম্ভাবনা দেখছেন। বাংলাদেশের সামনে বাধা হয়ে আছে আসলে ইংল্যান্ড। সেমিফাইনালে খেলার ক্ষেত্রে ইংল্যান্ডই মূলত বাংলাদেশের নিচে থাকলে থাকতে পারে। এমনই ধরা হচ্ছে। দলটির পয়েন্ট সোমবার পর্যন্ত ছিল ৬ ম্যাচে ৮। অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটিতে জিতলে হবে ১০। হারলে ৭ ম্যাচে ৮ পয়েন্টই থাকবে ইংলিশদের। অসিদের বিপক্ষে ইংলিশরা জিতলেও বাংলাদেশের সেমিফাইনালে খেলার সুযোগ থাকবে। যদি এরপর ইংল্যান্ড আর কোন ম্যাচ না জিতে আর ভারত ও পাকিস্তানকে হারায় বাংলাদেশ। সাকিবও সেদিকেই নজর দিয়েছেন। বলেছেন, ‘ওদের (ইংল্যান্ডের) তিন ম্যাচের তিনটিই জিততে হবে। আমাদের জিততে হবে দুই ম্যাচে দুটি।’ কাজটা যে কঠিন তা সাকিবও জানেন। তিনি জানান, ‘কাজটা অবশ্যই কঠিন। তবে আমাদের বিশ্বাস করতে হবে যে পরের দুই ম্যাচ আমরা জিততে পারি। আপাতত এটিই আমাদের হাতে আছে। অন্যদের ফলের দিকেও চোখ রাখতে হবে আমাদের। তবে যেটি বললাম, ম্যাচ দুটি জিতে নিজেদের কাজটা করে রাখতে হবে আমাদের। ভাল খেললে অসম্ভব নয়।’ অবশ্য সমস্যা একটা আছে। ভারত ম্যাচের আগে চোট সমস্যা আছে। ভারত ম্যাচের আগে মাহমুদুল্লাহ রিয়াদের চোট নিয়ে আছে শঙ্কা। মাহমুদুল্লাহর চোটে ভারত ম্যাচের আগে কিছুটা চিন্তা আছে। ভারতের সঙ্গে জিততেই হবে। এমন ম্যাচের আগে চোটে পড়েছেন মাহমুদুল্লাহ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন মাহমুদুল্লাহ। তা সারতে এক সপ্তাহ লাগতে পারে। এমনও হতে পারে ১০ দিনের বিশ্রামে থাকতে হতে পারে মাহমুদুল্লাহকে। যদি সাতদিনও পুরো লাগে তাহলে ভারতের বিপক্ষে ম্যাচ খেলা মাহমুদুল্লাহর জন্য কঠিন হয়ে পড়বে। যদিও ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাতদিন সুযোগ পাওয়া যাচ্ছে। কিন্তু ব্যথা থাকলে খেলা কী সম্ভব? সোমবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে উইকেটে যাওয়ার একটু পরই খোঁড়াতে শুরু করেন মাহমুদুল্লাহ। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে যান। তখনই চোখে পড়ে তার ডান পায়ে টেপ পেঁচানো। কিছু সময় পর আবার খোঁড়াতে শুরু করলে ফিজিওকে মাঠে আসতে হয় আরেকবার। তাতেও অবস্থার উন্নতি হয়নি। মাহমুদুল্লাহও উইকেট ছেড়ে যাননি। খুঁড়িয়ে খুঁড়িয়েই সঙ্গ দিয়ে গেছেন মুশফিকুর রহীমকে। দৌড়ে দুই, এমনকি তিন রানও নিয়েছেন। গড়ে তুলেছেন গুরুত্বপূর্ণ জুটি। পরে তাকে আর ফিল্ডিংয়ে নামতে দেখা যায়নি। ম্যাচের পরপরই স্ক্যান করানো হয় মাহমুদুল্লাহর। মাহমুদল্লাহর চোট নিয়ে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, স্ক্যানে ওর গ্রেড ওয়ান টিয়ার ধরা পড়েছে। বাংলাদেশ দলের ফিজিও থিলান চন্দ্রমোহন জানিয়েছেন, চোটটি খুব গুরুতর কিছু নয়। ‘গ্রেড ওয়ান’ ধরনের। আগামী কয়েকদিন বিশেষ পর্যবেক্ষণে থাকবেন মাহমুদুল্লাহ। বাংলাদেশের পরের ম্যাচে তার খেলা নির্ভর করছে চোট সেরে ওঠার ওপর। মাহমুদুল্লাহ যদি শেষ পর্যন্ত না খেলতে পারেন তাহলে বাংলাদেশ দুর্বল হয়ে পড়বে। তবে দলে মাহমুদুল্লাহর অভাব এক ম্যাচের জন্য পুষিয়ে দেয়ার মতো ব্যাটসম্যান আছেন। সেই ভরসা নিয়েই ভারতকে হারানোর বিশ্বাসও আছে। সাকিব সেমিফাইনালে খেলার স্বপ্ন এখনও দেখছেন। তা সফল করতে হলে সবার আগে এখন সামনে থাকা ভারতকে হারাতে হবে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও ভারতকে হারানো সম্ভব বলেই মনে করছেন। তিনি বলেছেন, ‘আমাদের সেরাটাই খেলব।’ এই ইঙ্গিতটি ভারতের বিপক্ষে ম্যাচের দিকেই করেছেন মাশরাফি। সাকিবতো ভারতকে হারানোর সম্ভাবনাই দেখছেন।
×