ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ১৩:২৬, ২৬ জুন ২০১৯

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১। কোন কাব্য ফার্সি ভাষায় অনুবাদ করা হয়? (ক) রসুল বিজয় (খ) রাগমালা (গ) ইউছুফ-জুলেখা (ঘ) সাতনামা। ২। কেন মধ্য যুগে হিন্দু সম্প্রদায় ফার্সি ভাষায় শিক্ষা গ্রহণ করতো? (ক) সাহিত্য রচনা করতে (খ) চাকরি পেতে (গ) প্রশাসনিক কাজ করতে (ঘ) রাজনৈতিক উদ্দেশ্যে। নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : লিমনের চাচা অনেক বছর ধরে আমেরিকাসহ ইউরোপের কয়েকটি দেশে ব্যবসা করে আসছিলেন। তিনি তার ব্যবসাায় প্রসারের লক্ষ্যে নিজ দেশে ফিরে নারায়ণগঞ্জে একটি শাখা অফিস খোলেন। তিনি ব্যাংকের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন পরিচালনা করেন। ব্যবসায়ের সুবিধার জন্য তিনি ব্যক্তিগত বিমান ব্যবহার করেন। ৩। লিমনের চাচার বাণিজ্যিক প্রসার বাংলার কোন আমলের সাথে মিল পাওয়া যায়? (ক) পাল (খ) সেন (গ) সুলতানি (ঘ মুঘল। ৪। বাণিজ্যিক প্রসারের ফলেই উক্ত আমলে গড়ে উঠেছিল- (র) সমুদ্রবন্দর (রর) নদীবন্দর (ররর) স্থলবন্দর। (ক)র (খ)রর (গ)র ও রর (ঘ) র,রর ও ররর। ৫। মধ্য যুগে কৃষি বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল কারণ- (র) প্রকৃতির আশীর্বাদ (রর) ভূমিকর উর্বরতা (ররর) ফলনের প্রাচুর্যতা। (ক)র (খ) রর (গ)র ও রর (ঘ) র,রর ও ররর। ৬। বড় কাটরা নির্মাণ করেন কে? (ক) শাহ সুজা (খ) হুসেন শাহ (গ) মীর জুমলা (ঘ) আহমদ সুজা। ৭ । ছোট কাটরা নির্মাণ করেন কে কখন ? (ক) আযমখান ১৬৬২ খ্রিঃ (খ) শায়েস্তা খান ১৬৬৩ খ্রিঃ (গ) শের খান ১৬৬৪ খ্রিঃ (ঘ) আলাওল ১৬৬৫ খ্রিঃ । ৮। মধ্যযুগে বাংলার মাটিতে কিসের প্রাচুর্য ছিল? (ক) কৃষিজাত দ্রব্যের (খ) শিল্পজাত দ্রব্যের (গ) মাদকজাত দ্রব্যের (ঘ) খনিজজাত দ্রব্যের। ৯। মধ্যযুগে অভিজাত ব্যক্তিগণ কী খেলতে পছন্দ করতেন ? (ক) কাবাডি (খ) ফুটবল (গ) ক্রিকেট (ঘ) চৌগান। নিচের উদ্দীপকের আলোকে ১০ও ১১নং প্রশ্নের উত্তর দাও : ইকবালের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য কাবাব, রেজালা, কোর্মা ও ঘিয়ে রান্না করা খাবারের আয়োজন করা হয়। ১০। ইকবালের বিয়ের অনুষ্ঠানে কোন যুগের খাবারের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? (ক) আর্যপূর্ব যুগের (খ) প্রাচীন যুগের (গ) মধ্যযুগের (ঘ) আধুনিক যুগের। ১১। উক্ত যুগে বাংলার সামাজিক রীতিনীতি গড়ে ওঠার ক্ষেত্রে প্রভাব ছিল- (র) ইসলাম ধর্মের (রর) হিন্দুধর্মের (ররর) বৌদ্ধধর্মের। (ক)র ও রর (খ) রর (গ)র ও ররর (ঘ) র,রর ও ররর। ১২। মধ্যযুগে বাংলায় উৎপাদিত ফসলের মধ্যে ছিল- (র) ধান (রর) গম (ররর) পাট। (ক) র ও রর (খ) রর ও ররর (গ)ররর (ঘ) র,রর ও ররর। ১৩। শৈব ধর্মের মূল উৎস কী? (ক) শিব (খ) জৈন (গ) গণেশ (ঘ) নারায়ণ। ১৪। কদম রসুল নির্মাণ করেন কে ? (ক) আহমদ শাহ (খ) হুসেন শাহ (গ) নুসরত শাহ (ঘ) ওয়ালি মুহম্মদ। ১৫। খাানজাহান আলীর সমাধি নির্মিত হয়েছে কোথায় ? (ক) বাগেরহাটে (খ) খুলনায় (গ) সিলেটে (ঘ) চট্টগ্রামে। ১৬। মধ্যযুগের মুসলমানদের ক্ষেত্রে সমর্থন যোগ্য- (র) ব্যবসা বাণিজ্য করা (রর) সামরিক চাকরি গ্রহণ (ররর) উচ্চ রাজপদ গ্রহণ। নিচের কোনটি সঠিক (ক)র ও রর(খ) রর ও ররর (গ)র ও ররর (ঘ) র,রর ও ররর। ১৭। বড় সোন মসজিদের আরেক নাম নিচের কোনটি ? (ক) আদিনা মসজিদ (খ) বারদুয়ারী মসজিদ (গ) একলাখী মসজিদ (ঘ) ছোট সোনা মসজিদ। ১৮। মধ্যযুগে উচ্চশিক্ষা গ্রহণের জন্য কি ছিল ? (ক) টোল (খ) পাঠশালা (গ) কলেজ (ঘ) বিশ্ববিদ্যালয়। ১৯। বাংলা সাহিত্যের প্রথম পদাবলী কাব্যের স্রষ্টা কে ? (ক) ফয়জুল্লাহ (খ) শাহাজাদা আজম (গ) চাঁদ গাজী (ঘ) শাহ মুহম্মদ সগীর। উত্তর : ১ (গ), ২ (গ), ৩ (ঘ), ৪ (গ), ৫ (ঘ), ৬ (ক), ৭ (খ), ৮ (ক), ৯ (ঘ), ১০ (গ), ১১ (ক), ১২ (ঘ), ১৩ (ক), ১৪ (গ), ১৫ (ক), ১৬ (খ), ১৭ (খ), ১৮ (ক), ১৯ (গ), ২০ (ক) বাকি অংশ পরবর্তী সংখ্যায়...
×