ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মার্কিন সাইবার হামলা সম্পূর্ণভাবে ব্যর্থ, যুক্তরাষ্ট্রকে জানাল ইরান

প্রকাশিত: ২৩:৩১, ২৬ জুন ২০১৯

মার্কিন সাইবার হামলা সম্পূর্ণভাবে ব্যর্থ, যুক্তরাষ্ট্রকে জানাল ইরান

অনলাইন ডেস্ক ॥ ক্রমশ উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। যেভাবে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে তাতে ইতিমধ্যে বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন অনেকেই। এই অবস্থায় ইরানের সামরিক ঘাঁটিতে সাইবার হামলা চালায় যুক্তরাষ্ট্র। খবর অনুযায়ী, তেহরানের মিসাইল-রকেটে এই সাইবার হামলা চালায় যুক্তরাষ্ট্র। জানা যায়, এই সাইবার হামলায় ইরানে রকেট এবং মিসাইল উৎক্ষেপণ যে সিস্টেমের মাধ্যমে হত বা এই লঞ্চার গুলি যে কম্পিউটার সিস্টেমে নিয়ন্ত্রিত হত তা হ্যাক করে নেওয়া হয়েছে। ফলে আগামীদিনে যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরণের সামরিক পদক্ষেপ করতে গেলে ইরানকে যথেষ্ট চাপে পড়তে হবে বলে দাবি করা হয়। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের ২৪ ঘন্টার মধ্যে পাল্টা হুঁশিয়ারি দিল তেহরান। একই সঙ্গে ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে, দেশের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের চালানো সাইবার হামলা পুরোপুরি ব্যর্থ হয়েছে। মার্কিন এই হামলায় ইরানি ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটে নি বলে দাবি করা হয়েছে। ইরানের যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ আজারি জাহরোমি বলেছেন, সংবাদমাধ্যম জিজ্ঞেস করছে সাইবার হামলা হয়েছে কিনা। যুক্তরাষ্ট্র কঠোর প্রচেষ্টা চালিয়েছে, তবে তারা এখনও পর্যন্ত কোনো সফল হামলা চালাতে পারেনি। আগামীদিনেও কোনো ধরনের হামলা চালাতে যুক্তরাষ্ট্র পারবে না বলেও দাবি করেছেন জাহরোমি। জাহরোমি আরও বলেন, দীর্ঘদিন ধরে ইরান মার্কিন সাইবার হামলা শিকার। এর মধ্যে শুধু গতবছরই আমেরিকা তিন কোটি ৩০ লাখ দফা হামলা চালায় তবে তা ব্যর্থ করে দিয়েছে ইরানি বিশেষজ্ঞরা। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম দাবি করেছে, ইরানের রকেট ও ক্ষেপণাস্ত্রগুলিকে নিয়ন্ত্রণ করে এমন কম্পিউটার ব্যবস্থার ওপর আমেরিকা হামলা চালিয়েছে। ইরানের হরমুজগান প্রদেশের আকাশ থেকে আমেরিকার একটি আরকিউ-৪এ গ্লোবাল হক ড্রোন ধ্বংস করার পরপরই আমেরিকা সাইবার হামলার কথা ঘোষণা করে। তথ্য সংগ্রহের সময় ইরান তার নিজস্ব প্রযু্ক্তিক্তে তৈরি ক্ষেপণাস্ত্র খোরদাদ-৩ দিয়ে এই ড্রোন ধ্বংস করা হয়।
×