ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইবিতে বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা

প্রকাশিত: ০৫:০৮, ২৬ জুন ২০১৯

ইবিতে বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় ও বিশ্ববিদ্যালয় প্রেক্ষিতে ‘শিক্ষক-শিক্ষার্থীদের ভাবনায় শিক্ষা বাজেট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নরুন্নবী ইসলাম সবুজের সভাপতিত্বে ও সম্পাদক জি.কে সাদিকের সঞ্চালনায় সভায় প্রধান আলোচকের বক্তব্যে অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদ বলেন, ‘এবারের বাজেট একটি গতানুগতিক বাজেট। বাজেটে শিক্ষা খাতে কত দরকার ছিলো, তা নিয়ে একটি দৃষ্টব ভঙ্গির দরকার ছিলো। প্রয়োজন অনুযায়ী বাজেটটাই মূল বিষয়। যতদিন পর্যন্ত বাজেটের দর্শন বৃত্তি ভালো না হবে, ততদিন পর্যন্ত সরকারের নিকট একটি ভালো বাজেট আশা করা যায় না।’আলোচনা সভায় আরো বক্ব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক সাইফুজ্জামান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতলি, ইবি প্রেসক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অভিমত প্রদান ও প্রশ্নত্তোর পর্ব অনুষ্ঠিত হয়।
×