ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁর ভালাইন গ্রামের গৃহবধূরা হাত পাখা তৈরীতে ব্যস্ত

প্রকাশিত: ০৬:০৯, ২৬ জুন ২০১৯

নওগাঁর ভালাইন গ্রামের গৃহবধূরা হাত পাখা তৈরীতে ব্যস্ত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মহাদেবপুর উপজেলার ভালাইন গ্রাম। এ গ্রামটি এখন পাখা গ্রাম হিসেবে পরিচিত। এ গ্রামের প্রায় তিন শতাধিক দরিদ্র পরিবারের গৃহবধুরা হাত পাখা তৈরী করে সংসারে ফিরে এনেছেন স্বচ্ছলতা। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছেন তারা। তাল পাতা দিয়ে তৈরী এ হাত পাখার চাহিদা বেশি থাকায় এখন রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। তবে স্বল্পসুদে ঋণ এবং সরকারি সুযোগ সুবিধা পেলে আরো এগিয়ে যাবেন বলে মনে করছেন এসব হাত পাখা তৈরীর কারিগররা। জানা গেছে, নওগাঁর মহাদেবপুর উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে উত্তরগ্রাম ইউনিয়নে অবস্থিত এই ভালাইন গ্রাম। এ গ্রামে প্রায় ৬৫টি পরিবারের বসবাস। এ গ্রামের প্রায় তিন শতাধিক নারী-পুরুষ হাত পাখা তৈরীর সঙ্গে সম্পৃক্ত। দরিদ্র এসব পরিবার হাত পাখা তৈরীকেই এখন পেশা হিসেবে বেছে নিয়েছেন। প্রায় ২৫ বছর থেকে এ গ্রামে তাল পাতা দিয়ে হাত পাখা তৈরী হয়ে আসছে। সময়ের পরিক্রমায় এ গ্রামটি এখন পাখা গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন বলেন, পাখা তৈরীর কারিগররা দেশের গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি নিজেদের জীবন যাত্রার মান উন্নয়ন করে চলেছেন। আর্থিক কারণে যেন এ শিল্প ক্ষতিগ্রস্থ না হয় এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা প্রদান করা হবে বলে আশ্বাস দেন তিনি।
×