ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পটিয়ায় মাইক্রোবাসের এসির কম্পেসার বিস্ফোরণে শিশুসহ আহত ১৭

প্রকাশিত: ০৭:২৩, ২৬ জুন ২০১৯

পটিয়ায় মাইক্রোবাসের এসির কম্পেসার বিস্ফোরণে শিশুসহ আহত ১৭

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ মাইক্রোবাসের এসির কম্পেসার বিস্ফোরিত হয়ে চট্টগ্রামের পটিয়ায় শিশুসহ ১৭জন আহত হয়েছেন। আহতরা হলেন- আবুল কালাম, আবদুল আলম, মো. জহির, আরিফ, তৌহিদুল ইসলাম, মো. লোকমান মিয়া, ইদ্রিস মিয়া, মো. হেলাল, মো.বেলাল, মো. জাহাঙ্গীর, মো. মামুন, মো. শিশু আবির। তাদের বাড়ি চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় বলে জানা গেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া পৌর সদরের ফায়ার সার্ভিসের সামনে এই ঘটনা ঘটে। শিশুসহ দগ্ধ ১৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গাড়িটি চট্টগ্রাম বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে চন্দনাইশের সাতবাড়িয়া যাচ্ছিল। দগ্ধ ১৭ জনের মধ্যে ১২ জনের শ্বাসনালী আংশিক পুড়ে গেছে। অগ্নিদগ্ধদের মধ্যে ইদ্রিস মিয়া, জাহাঙ্গীর, আবুল কালাম ও আবির হোসেনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে আসা মাইক্রো বাস (চট্টমেট্রো চ-১৩-৩০৬৬) পটিয়া এলাকায় পৌছলে ত্রুটির কারণে এসির কম্পেসার বিস্ফোরিত হয়। এসময় মাইক্রোবাসে থাকা শিশুসহ ১৭জন দগ্ধ হয়। ঘটনার পর পর পটিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহত লোকজনকে উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাইক্রোবাসের ৩টি গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ অক্ষত রয়েছে। ঘটনার পর পরে প্রচার হয় মাইক্রো বাসে সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এদিকে, গাড়ির সিলিন্ডার বিস্ফোরনের খবর পেয়ে বুধবার দুপুরে বিস্ফোরক অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তা মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পটিয়া ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার রূপক কান্তি সরকার জানান, চট্টগ্রাম হতে সাতকানিয়ার ধর্মপুর গামী একটি মাইক্রোকে অন্য একটি কাভার্ডবভ্যান ধাক্কা দিলেই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরিত গাড়ির চালক সাইফুল ইসলামও অন্য একটি গাড়ি ধাক্কা দেয়ায় তার গাড়িতে আগুন ধরে যাত্রীরা আহত হয়েছে বলে দাবি করেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, সাতকানিয়ামূখী মাইক্রোবাস পটিয়ার ফায়ার সার্ভিস এলাকায় পৌছলে হঠাৎ এসির কম্প্রেসার বিস্ফোরিত হয়। এতেই শিশুসহ ১৭জন যাত্রী আহত হন। আহতদের চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে।
×