ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দলের নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বাড়ানোর আহবান নাসিমের

প্রকাশিত: ০৮:১৫, ২৬ জুন ২০১৯

দলের নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বাড়ানোর আহবান নাসিমের

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি অবিচল আস্থা রেখে দলের নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধ ভাবে সাংগঠনিক শক্তি বাড়ানোর আহবান জানিয়েছেন। তিনি বুধবার বিকেলে সিরাজগঞ্জ শহরে দলের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য’র বাসায় অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ায় অংশগ্রহণ শেষে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন। আবু ইউসুফ সুর্য্য’র পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শহরের ষ্টেডিয়াম রোডে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেছেন- কোন রাজনৈতিক দল যদি চুপচাপ বসে থাকে, মনে রাখতে হবে এর পেছনে তাদের কোন ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য সমন্বিত রাজনৈতিক শক্তির প্রয়োজন। আর এ শক্তির যোগানদাতাই হচ্ছে তৃণমুল। তবে তিনি এও বলেছেন কোন ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা দমিয়ে রাখা যাবে না। দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করে বলেছেন- দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্থিতিশীলতার একমাত্র আস্থার জায়গা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবও তাঁর পরিবারের সকর সদস্য, শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার বিদেহী আত্বার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের সুস্বাস্্য ও দার্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় দলের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম খান, হাজী ইসহাক আলী, আব্দুল হান্নান খান, দানিউল হক মোল্লা, অ্যাডভোকেট আব্দুল হাকিম,অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, স্বচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসরাম লিমনপ্রমুখ উপস্থিত ছিলেন।
×