ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে মাদক বিরোধী র‍্যালি

প্রকাশিত: ০৮:২৩, ২৬ জুন ২০১৯

মুন্সীগঞ্জে মাদক বিরোধী র‍্যালি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মাদক মুক্তির অঙ্গীকার” প্রতিপাদ্য নিয়ে মুন্সীগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথির ভাষণ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক স¤পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। নবাগত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির আলোচনা করেন সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরিফুজ্জামান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও স্কাউট কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমান। সভায় স্বাগত ভাষণ দেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকী হোসেন। আয়োজনটিতে মাদকের কুফল তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. আতিক মাল্টিমিডিয়ায় এই বিষয়ে একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। সুস্বাস্থ্যেই সুবিচার বিষয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে কালেক্টরেট প্রাঙ্গন থেকে মাদক বিরোধী র‍্যালি শহর প্রদক্ষিণ করে। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উললক্ষে আয়োজনটি করা হয়।
×