ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবির প্রশ্ন ফাঁস মামলায় ৭৮ জনের নামে ওয়ারেন্ট

প্রকাশিত: ১০:১৪, ২৭ জুন ২০১৯

  ঢাবির প্রশ্ন ফাঁস মামলায় ৭৮  জনের নামে  ওয়ারেন্ট

কোর্ট রিপোর্টার ॥ চার্জশীট হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রশ্নফাঁসের মামলায় পলাতক ৭৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের চার্জশীটভুক্ত এ আসামিদের বিরুদ্ধে বুধবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী এ পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে আসামিদের গ্রেফতার করা গেল কি না এ বিষয়ে ৩০ জুলাই পুলিশকে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। একই ঘটনায় চার্জশিট হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলাটি বিচারিক আদালত সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বদলিরও আদেশ দিয়েছেন আদালত। এর আগে গত ২৩ জুন ওই মামলায় ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে আদালতে চারটি চার্জশিট দাখিল করে সিআইডি। যার মধ্যে দুটি চার্জশিটে আসামি ১২৪ জন করে। এছাড়া ১ জন আসামি নাবালক হওয়ায় তার জন্য শিশু আইনের একই ধারায় ২টি চার্জশিট দাখিল করা হয়। ১২৫ আসামির মধ্যে বিভিন্ন সময় ৪৭ জন গ্রেফতার হন এবং তারা সবাই জামিনে রয়েছেন। যাদের মধ্যে ৪৬ জনই প্রশ্নফাঁসের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। চার্জশিটের ৭৮ জন পলাতক রয়েছেন। ২০১৭ সালের ২০ অক্টোবর রাতে একজন গণমাধ্যমকর্মীর দেয়া কিছু তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে সিআইডি অভিযান চালিয়ে মামুন ও রানা নামে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন পরীক্ষার হল থেকে গ্রেফতার হয় রাফি নামে ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী। এর পর ওই দিনই শাহবাগ থানায় একটি মামলা করা হয়।
×