ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুর ও নীলফামারীতে বজ্রপাতে চারজনের মৃত্যু

প্রকাশিত: ১০:১৮, ২৭ জুন ২০১৯

 দিনাজপুর ও  নীলফামারীতে বজ্রপাতে  চারজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ দিনাজপুর ও নীলফামারীতে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন একজন। খবর স্টাফ রিপোর্টারের পাঠানো। দিনাজপুর বিরল ও বোচাগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে একজন নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাত ৮টায় বিরল উপজেলার উত্তর মাধবপুর বাজারে ও বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের গোধাপুকুর নামক স্থানে এই দু’টি বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে যারা প্রাণ হারিয়েছেন তারা হলেন- বিরল উপজেলার উত্তর মাধবপুর গ্রামের জীবন চন্দ্র রায়ের ছেলে সার্ণিক চন্দ্র রায় (৪৫), হরিশচন্দ্রপুর গ্রামের মৃত কংশ চন্দ্র শীলের ছেলে সুমন্ত চন্দ্র শীল (৪২) এবং বোচাগঞ্জ উপজেলার গোধাপুকুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মাহমুদা খাতুন (৪০)। বজ্রপাতে আহত হয়েছেন বিরল উপজেলা নুচুগ্রামের ব্রজেন্দ্রনাথ রায়ের ছেলে রঞ্জিত চন্দ্র রায় (৪২)। বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বৃষ্টি আসলে উপজেলার উত্তর মাধবপুর বাজারের পাশে একটি দোকানে কয়েকজন আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই সার্ণিক চন্দ্র রায় ও সুমন্ত চন্দ্র শীল মারা যান। আহত হয় রঞ্জিত চন্দ্র রায়। স্থানীয়রা দ্রুত রঞ্জিতকে উদ্ধার করে দিনাজপুর এম. আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বাজার থেকে বাড়িতে ফেরার পথে তারা বজ্রপাতের কবলে পড়েন বলে জানান ওই চেয়ারম্যান। বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বোচাগঞ্জ থানার ওসি আবদুর রব জানান, মঙ্গলবার রাত ৮টায় বাড়ির পাশে নিজের তেলেভাজা বিক্রির দোকানে কাজ করছিলেন মাহমুদা খাতুন। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মাহমুদা খাতুন মারা যান। এ বিষয়ে বিরল ও বোচাগঞ্জ থানায় দু’টি পৃথক ইউডি মামলা হয়েছে। বজ্রপাতে ঝলসে গিয়ে আয়শা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ মটকপুর গ্রামে। বুধবার সকালে বজ্রসহ বৃষ্টিপাতের সময় বাড়ি সংলগ্ন মাঠে গরু আনার সময় বজ্রপাতে ঝলসে গেলে এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধা ওই গ্রামের মান্নাত হোসেনের স্ত্রী। পাঙ্গামটকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সুন্দরগঞ্জে গৃহবধূর মৃত্যু ॥ নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের উজান তেওড়া গ্রামে বুধবার বজ্রপাতে বিউটি বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু এবং তার ছোট ভাই নাজমুল ইসলাম (১৩) আহত হয়েছে। বিউটি বেগম ওই গ্রামের আব্দুল হামিদ মিয়ার মেয়ে। সে বাবার বাড়িতেই থাকে। এদিকে নাজমুল বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, দুপুর ১২টায় মুষলধারে বৃষ্টি চলাকালে বিউটি ও তার ভাই পার্শ্ববর্তী বাংলাবাজার থেকে বাড়ি যাওয়ার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
×