ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাস্ক পরতে বাধ্য

প্রকাশিত: ১০:২০, ২৭ জুন ২০১৯

  মাস্ক পরতে বাধ্য

বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার বায়ুদূষণ পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ফলে নিজেদের স্বাস্থ্য চিন্তার পাশাপাশি পোষা প্রাণীদের স্বাস্থ্য নিয়েও এখন উদ্বেগে রয়েছে দেশটির মানুষ। রাজধানী সিউলের চোই ইও-জিন তাদেরই একজন। জাপানী শিবা প্রজাতির একটি কুকুর পোষেন তিনি। বায়ুদূষণের ভয়াবহতা বোঝাতে চোই বলেন, রাস্তায় বের হলে দূষিত বায়ু থেকে বাঁচতে আমি মুখে মাস্ক পরি। তবে আমার পোষা কুকুরটির মাস্ক থাকত না বলে ওর জন্য চিন্তা হতো আমার। এরপর অনলাইনে জানলাম, বায়ুদূষণ কুকুরের স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলে। দূষণ থেকে বাঁচতে তাদেরও মাস্ক প্রয়োজন। তাই আর দেরি না করে আমার পোষ্যের জন্য একটি মাস্ক কিনে ফেলেছি। বাইরে বের হলে তাকে সেটি পরিয়ে দেই। -রেডিট
×