ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকারের কাছে বিএনপির প্রথম দাবি খালেদা জিয়ার মুক্তি ॥ ফখরুল

প্রকাশিত: ১০:২০, ২৭ জুন ২০১৯

 সরকারের কাছে  বিএনপির  প্রথম দাবি  খালেদা জিয়ার মুক্তি ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকারের কাছে বিএনপির প্রথম দাবি দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এরপর আমাদের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন। এমন একটি নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে দেশে বিরাজমান সমস্যার সমাধানের একমাত্র পথ বলে আমরা মনে করছি। বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস-২০১৯’ উপলক্ষে বিএনপি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন খুব শীঘ্রই মুক্তি পাচ্ছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। ফখরুল বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে আজকে যারা নির্যাতিত হয়েছেন তারা বার বার বলছেন, আমরা নির্যাতিত হয়েছি, আমরা মানসিকভাবে পরাজিত হইনি, আমরা এই মুহূর্তে চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে পরাজিত করতে।
×