ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে চাপাতি দিয়ে কুপিয়ে ইউপি সদস্য হত্যা

প্রকাশিত: ১০:৪৭, ২৭ জুন ২০১৯

  রূপগঞ্জে চাপাতি দিয়ে কুপিয়ে  ইউপি সদস্য হত্যা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৬ জুন ॥ বিউটি আক্তার কুট্টি (৫০) নামে এক ইউপি সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, স্বামী হত্যা মামলার আসামিসহ প্রতিপক্ষের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে। বুধবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা। নিহত বিউটি পশ্চিমগাঁও এলাকার মৃত এম এ হাসান মুহুরীর স্ত্রী। তিনি কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য। এক বছর আগে বিউটি আক্তারের স্বামী হাসান মুহুরীকে মাদক বিক্রেতারা কুপিয়ে হত্যা করে। ওই হত্যা মামলার বাদী ছিলেন তিনি। স্বামী হাসান মুহুরী হত্যায় জড়িতরা কুট্টিকে হত্যা করতে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। পুলিশ জানায়, বিউটি প্রতিদিন ফজরের নামাজ শেষে তার ওয়ার্ড এলাকা চনপাড়া-ইছাখালী গাজী বাইপাস সড়কে হাঁটতে বের হন। সকাল ৭টার দিকে তিনি পশ্চিমগাঁও এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় চাপাতি দিয়ে তার মাথায় ও বাঁ হাতে কোপালে ঘটনাস্থলেই বিউটি মারা যায়। প্রত্যক্ষদর্শী খালেদা বেগম খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি ধারালো অস্ত্রসহ আলামত উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী খালেদা বেগম জানান, তিনিও ডায়াবেটিস রোগী। চনপাড়া-ইছাখালী গাজী বাইপাস সড়কে খালেদা বেগমও হাঁটতে বের হন। পশ্চিমগাঁও এলাকার ইউসুফ মিয়ার বাড়ি পৌঁছামাত্র ৩ যুবক হাতে চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে বিউটি আক্তারকে ধাওয়া করে কোপাতে থাকে। এ সময় খালেদা বেগম কুট্টিকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে দুর্বৃত্তরা। ধাওয়া খেয়ে খালেদা প্রায় ৩শ’ গজ সামনে চনপাড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে হামলার ঘটনার সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই বিউটি আক্তার নিহত হয়। নিহত বিউটি আক্তারের বোন কদবানু বলেন, স্বামী হত্যা মামলার আসামিসহ প্রতিপক্ষের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বিউটি আক্তারকে হত্যা করেছে।
×