ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সবুজায়নে প্রবল বৃষ্টি

প্রকাশিত: ১০:৪৮, ২৭ জুন ২০১৯

  সবুজায়নে প্রবল বৃষ্টি

প্রকৃতিকে বাঁচিয়ে রাখার সুফল হিসেবে বিশুদ্ধ অক্সিজেনের ভাণ্ডার বলেই পরিচিত ভুটান। বিশ্বের অন্যতম সুখী দেশও তারা। ব্যাপক সবুজায়নের ফলে সেখানে বর্ষা মৌসুমে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। ভুটানের সরকারী সংবাদ সংস্থা ‘বিবিএস’ জানাচ্ছে, শুধু ফুন্টশোলিংয়ের এলাকা নয় বরং উত্তর ও পূর্ব ভুটানের বেশিরভাগ এলাকাতেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। সরকারী নির্দেশে শুরু হয়েছে রাস্তাঘাট সংস্কারের কাজ। দুর্যোগের কারণে তা ব্যাহত হচ্ছে। দেশটির আবহাওয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হবে। যেজন্য উচ্চ পার্বত্য এলাকায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে। দেখা দিতে পারে বন্যা। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী ড. লোটে শোরিংয়ের নির্দেশে কিছু এলাকায় ত্রাণ পাঠানোর কাজও শুরু হয়েছে। -দ্য থার্ড পোল
×