ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২১ জেলা পরিষদের শূন্যপদে নির্বাচন ২৫ জুলাই

প্রকাশিত: ১০:৪৮, ২৭ জুন ২০১৯

  ২১ জেলা পরিষদের শূন্যপদে নির্বাচন ২৫ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ দেশের ২১ জেলা পরিষদে সাধারণ-সংরক্ষিত ওয়ার্ডের শূন্যপদে আগামী ২৫ জুলাই ভোটগ্রহণ করা হবে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বুধবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত নথিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে উল্লেখ করা হয়েছে জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬-এর বিধি ২৭ অনুসারে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠানের সময়সূচী নির্ধারণ করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো। ২৫ জুলাই যেসব ওয়ার্ডে ভোট হবে, সেগুলো হলো- পঞ্চগড়ের-৯, দিনাজপুরের-৬, রংপুরের-৪, কুড়িগ্রামের-৪, বগুড়ার-৯, মাগুরার-১, নড়াইলের-৯, বরগুনার-৭, বরিশালের-৭, ময়মনসিংহের-১ ও ২, গাজীপুরের-৯, টাঙ্গাইলের-৯ ও ১৫, ঢাকার-৩, সুনামগঞ্জের-৩, ব্রাহ্মণবাড়িয়ার-৮, কুমিল্লার-১০, নোয়াখালীর-১০ এবং কক্সবাজারের-৭ নম্বর ওয়ার্ড।
×