ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাড়ে ৪ হাজার নকল পাঠ্যবই উদ্ধার গ্রেফতার ২

প্রকাশিত: ১০:৪৮, ২৭ জুন ২০১৯

  সাড়ে ৪ হাজার নকল পাঠ্যবই উদ্ধার গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রাজধানী ঢাকার সূত্রাপুর ও ডেমরার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১১ সদস্যরা এনসিটিবি’র অনুমোদনবিহীন একাদশ-দ্বাদশ শ্রেণীর মূল পাঠ্যবই ছাপানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ভাই ভাই বুক বাইন্ডিংয়ের মালিক মোঃ নবী খান (৩৫) ও ফাইভ স্টার প্রিটিং প্রেস এ্যান্ড পাবলিকেশন্সের ম্যানেজার মোঃ আইয়ুব হোসেন (৫৩)। এ সময় এনসিটিবি’র অনুমোদনবিহীন একাদশ-দ্বাদশ শ্রেণীর বাংলা মূল পাঠ্যবইয়ের নকল প্রিন্টেড কপির ৪ হাজার ৫শ’ বইয়ের সমপরিমাণ ৪৭টি বান্ডিল ও বাংলা সাহিত্য ও সহপাঠ মূল টেক্সট বইয়ের এনসিটিবি’র নকল লোগোসহ ২ বান্ডিল বই উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে র‌্যাব সদস্যরা সূত্রাপুরের ১৫ নং রূপচাঁদ লেন এলাকার নাঈম আহম্মেদ খানের বাড়ির নিচতলায় ও ডেমরার মাতুয়াইল হাজী বাদশা মিয়া রোড এলাকায় এ অভিযান চালায়।
×