ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মামলা স্থগিতাদেশ সত্ত্বেও চালু রাখায় বিচারককে তলব হাইকোর্টের

প্রকাশিত: ১০:৪৯, ২৭ জুন ২০১৯

 মামলা স্থগিতাদেশ সত্ত্বেও চালু রাখায় বিচারককে তলব হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ অশীতিপর রাবেয়া খাতুনসহ তিনজনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার অপরাধে দায়ের হওয়া মামলা স্থগিতাদেশ সত্ত্বেও তা চালু রাখার বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকার অতিরিক্ত বিশেষ ট্রাইব্যুনালের-২ এর বিচারককে তলব করেছে হাইকোর্ট। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের দুর্নীতির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। মামলা স্থগিতাদেশ সত্ত্বেও তা চালু রাখার বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকার অতিরিক্ত বিশেষ ট্রাইব্যুনালের-২ এর বিচারককে তলব করেছে হাইকোর্ট। একইসঙ্গে ৩ জুলাই ওই বিচারককে হাইকোর্টে হাজির হওয়ার পাশাপাশি মামলার সহকারী পাবলিক প্রসিকিউটর সাহাবুদ্দিন মিয়াকে হাজির থাকতে নির্দেশ দিয়েছে আদালত। নোমানের দুর্নীতি মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মৎস ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের দুর্নীতির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৬ জুন) হাইকোর্টের বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
×