ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বননির্ভর জনগোষ্ঠীর অধিকারকে স্বীকৃতি না দিলে বনের সুরক্ষা হবে না’

প্রকাশিত: ১০:৪৯, ২৭ জুন ২০১৯

 ‘বননির্ভর জনগোষ্ঠীর অধিকারকে স্বীকৃতি না দিলে বনের সুরক্ষা হবে না’

স্টাফ রিপোর্টার ॥ যখন বন ছিল, তখন বন বিভাগ ছিল না। বন বিভাগ সৃষ্টি হওয়ার পরই বন ধ্বংস শুরু হয়েছে। বন বিভাগ গাছ লাগানো ভাল বোঝে কিন্তু বন বোঝে কি না, তা নিয়ে সন্দেহ আছে। ব্রিটিশ সরকার বন আইন করেছিল বন থেকে রেলওয়ে ও জাহাজের জন্য কাঠ সংগ্রহ করার জন্য। তাদের বনের প্রতি কোন দায়বদ্ধতা ছিল না। আজও সেই আইন কীভাবে আমাদের দেশে থাকতে পারে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বন আইন, বিধিমালা ও বনবাসী মানুষের অধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এই মন্তব্য করেন। ভূমি অধিকার নিয়ে কাজ করা সংগঠন এ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর আয়োজন করে। সেমিনারে বনের নানা কার্যক্রমের সঙ্গে বনবাসী মানুষকে সম্পৃক্ত না করায় বন বিভাগের সমালোচনা করেন বক্তারা। বলেন, বননির্ভর আদিবাসী মানুষ বন বিভাগকে শেখাতে পারে বন কাকে বলে। বনের সুরক্ষায় এসব মানুষের সহযোগিতা লাগবে।
×