ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১০:৪৯, ২৭ জুন ২০১৯

  দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে বুধবার রাজধানীর দুটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে বিএসটিআই’র মোবাইল কোর্ট। পাশাপাশি ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের ও আর্থিক জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে বুধবার ঢাকা মহানগরীর রামপুরা ও পল্টন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই’র লাইসেন্স ব্যতিরেকে এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই, পাউরুটি, বিস্কুট, কেক বিক্রি/বিতরণ করার কারণে রামপুরা এলাকার মুসলিম সুইটসকে পঞ্চাশ হাজার টাকা এবং পল্টন এলাকার ক্ল্যাসিক ফুড ল্যাব লিঃ কে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে বিএসটিআই’র একজন সহকারী পরিচালক ও দুজন ফিল্ড অফিসার অংশ নেয়।
×