ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুস্থ আছেন কিংবদন্তি ব্রায়ান লারা

প্রকাশিত: ১১:৩৮, ২৭ জুন ২০১৯

  সুস্থ আছেন কিংবদন্তি ব্রায়ান লারা

স্পোর্টস রিপোর্টার ॥ অসুস্থ হয়ে হঠাৎ হাসপাতালে ভর্তি হন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। মঙ্গলবার হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় তার। এরপর স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় ক্রিকেটের রাজপুত্রকে। ইংল্যান্ড এবং ওয়েলসে চলছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। বিশ্বকাপ চলা অবস্থায় ভারতীয় একটি টিভি চ্যানেলের হয়ে ধারাভাষ্য দিয়ে যাচ্ছিলেন লারা। ভারত সফরে থাকা অবস্থায়ই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই টুইট করে জানায়, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা বুকে ব্যথা নিয়ে মুম্বাইয়ের প্যারেলে গ্লোবাল হাসপাতালে ভর্তি হয়েছেন। ক্রিকেট থেকে অবসরে ধারভাষ্য পেশায় জড়িয়ে পড়েন ৫০ বছর বয়সী ত্রিনিদাদের এই তারকা ক্রিকেটার। চলতি বিশ্বকাপের টিভি সম্প্রচারে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তিনি। এই কাজেই মুম্বাইতে অবস্থান করছিলেন ব্রায়ান লারা। তবে হাসপাতালে নেয়ার পর সুস্থ অনুভব করেন তিনি। মঙ্গলবার রাত ৯টার দিকে ব্রায়ান লারার শারীরিক অবস্থার আপডেট জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এ বিষয়ে তাদের অফিসিয়াল টুইটার পেজ থেকে জানানো হয়েছে, ‘ব্রায়ান লারা জানিয়েছেন, আমি ভাল আছি। আমি এখন প্রায় সুস্থ। আশা করছি বুধবার হোটেলে ফিরতে পারব।’ অর্থাৎ সবকিছু সঠিকভাবে এগোলে গতকালই হোল ছাড়ার কথা ব্রায়ান লারার। ভক্তদের উদ্দেশে লারা এ সময় আরও বলেন, ‘আমি জানি সকলেই এই ঘটনায় খুব চিন্তিত। আমার ধারণা, সকালে আমি জিমে একটু বেশিই সময় দিয়ে ফেলেছিলাম, তাই বুকে ব্যথা বোধ করি। হাসপাতালের বেডে শুয়ে প্রয়োজনীয় সব রকম স্বাস্থ্য পরীক্ষা করাতে করাতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার খেলা দেখছি। আশা করছি, অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে রুখে দিতে পারবে।’ ওয়েস্ট ইন্ডিয়ান এই খেলোয়াড় সর্বপ্রথম টেস্ট ম্যাচে এক ইনিংসে চার শত রান করার রেকর্ড গড়েন। এখন পর্যন্ত তার সেই রেকর্ড কেউ ছুঁতে পারেননি। ১৩১ ম্যাচ খেলা এই ব্যাটসম্যানের গড়টাও ঈর্ষণীয়। ৫২.৮৯ গড় নিয়ে করেছেন ১১৯৫৩ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩১টি টেস্ট ম্যাচ খেলে ৩৪টি সেঞ্চুরি ও ৪৮টি ফিফটি করেছিলেন তিনি। এছাড়া ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে ২৯৯ ম্যাচ খেলে ১৯টি সেঞ্চুরি ও ৬৩টি ফিফটির সাহায্যে ১০ হাজার ৪০৫ রান করেছেন লারা।
×