ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোল্টের বাজি ভারত

প্রকাশিত: ১১:৪৪, ২৭ জুন ২০১৯

 বোল্টের বাজি ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ উসাইন বোল্ট, ইতিহাসের দ্রুততম মানব। দাপট দেখিয়ে ট্র্যাক এ্যান্ড ফিল্ডকে বিদায় বলেছেন আরও আগেই। এ্যাথলেটিক্সকে বিদায় জানানোর পর পেশাদার ফুটবলার হওয়ার চেষ্টা করছেন দীর্ঘদিন। কিন্তু সফল হতে পারেননি। তবে ক্রিকেটের প্রতি ভালবাসা কী করে দূরে সরিয়ে রাখবেন উসাইন বোল্ট? বিশেষ করে ক্রিস গেইল-আন্দ্রে রাসেলের মতো তারকারা যেখানে উঠে এসেছেন তারই দেশ জ্যামাইকা থেকে! আইসিসি তাই ক্রিকেট বিশ্বকাপের সময় বিশেষভাবে নিয়ে এলো কিংবদন্তি বোল্টকে। ক্রিকেট নিয়ে বাচ্চাদের নানা প্রশ্নের উত্তর দিলেন জ্যামাইকান স্প্রিন্টার। যেমন রুদ্র নামে এক খুদে বাচ্চার প্রশ্ন ছিল ভারত বনাম ইংল্যান্ড ম্যাচকে ঘিরে। এই দুই দলের মধ্যে কে জিতবে? ভাবতে খুব বেশি সময় নিলেন না বোল্ট। সরাসরি জানিয়ে দিলেন, ‘আমার ধারণা, ভারতই জিতবে ওই ম্যাচে।’ আরও একটি প্রশ্ন ছিল। ক্রিকেটে তার সবচেয়ে পছন্দের বিষয় কী? বোল্টের জবাব, ‘ক্রিকেটে আমার সবচেয়ে ভাল লাগে বাউন্ডারির ওপর দিয়ে বলের উড়ে যাওয়া দেখতে। ক্রিস গেইল যে কাজটা প্রায়ই করে থাকেন। আমার ওই রকমই ভাল লাগে।’ আর এক ভক্ত এডওয়ার্ডের প্রশ্ন ছিল। অলিম্পিকের সময় কী খেতে ভালবাসতেন বোল্ট? হো হো করে হেসে ক্যারিবিয়ান সুপারস্টার বলেন, ‘চিকেন নাগেটস।’
×