ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুধীর বরণ মাঝি;###;শিক্ষক;###;হাইমচর সরকারী কলেজ;###;হাইমচর, চাঁদপুর।

নবম-দশম শ্রেণির পড়াশোনা -বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ॥ সপ্তম অধ্যায় প্রস্তুতি-১

প্রকাশিত: ১২:২৪, ২৭ জুন ২০১৯

নবম-দশম শ্রেণির পড়াশোনা -বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ॥ সপ্তম অধ্যায় প্রস্তুতি-১

গতকালকের পর... ২০। মুসলমান যুগে প্রতিবেশী আরাকানের সাথে বাংলার কী ধরনের সম্পর্ক ছিল? (ক) রাজনৈতিক (খ) অর্থনৈতিক (গ) সামাজিক (ঘ) সাংস্কৃতিক। ২১। মুসলমান শাসনের সময় বাংলায় অসংখ্য কি নির্মাণ করা হয়েছিল? (ক) মাদ্রাসা (খ) মসজিদ (গ) স্কুল (ঘ) কলেজ। ২২। মধ্যযুগের বাংলায় মুসলমান সমাজ ব্যবস্থার সাথে সাদৃশ্য রয়েছেÑ (i) উচ্চ শ্রেণি (ii) মধ্যম শ্রেণি (iii) নিম্ন শ্রেণি। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ২৩। বাংলায় সুফি-সাধকগণ আসার যথার্থ কারণ কোনটি ? (ক) ইসলাম ধর্ম প্রচার (খ) জ্ঞানচর্চা করা (গ) ভ্রমণ করা (ঘ) সাহিত্যচর্চা করা। ২৪। মধ্যযুগে কোন ভাষার মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ করতে হতো ? (ক) বাংলা (খ) ইংরেজি (গ) সংস্কৃত (ঘ) উর্দু। ২৫। ‘কদম রসূল’ কিসের নাম ? (ক) গোত্রের নাম (খ) গ্রন্থের নাম (গ) বাড়ির নাম (ঘ) ভবনের নাম। ২৬। লালবাগ শাহী মসজিদ কে নির্মাণ করেন? (ক) শাহাজাদা আজম (খ) শায়েস্তা খান (গ) কাসিম খান (ঘ) ইসলাম খান। ২৭। মধ্যযুগে কোন বিষয়ের বিকাশ ঘটে ? (ক) পাথর (খ) ব্যাংকিং (গ) হুন্ডির (ঘ) সৌখিন দ্রব্য। ২৮। প্রথম বাঙালি মুসলমান কবির নাম - (ক) শাহ মুহম্মদ সগীর (খ) হাফিজ (গ) গিয়াসউদ্দীন (ঘ) জালালউদ্দীন। ২৯। পরিবিবির মাজার কোথায় অবস্থিত ? (ক) ছোট কাটরায় (খ) লালবাগ দুর্গে (গ) বড় কাটরায় (ঘ) মৌচাকে। ৩০। একলাখী মসজিদের শিল্পকলায় কোন স্থাপত্য রীতির প্রতিফলন লক্ষ করা যায়? (ক) মধ্যযুগের (খ) আর্যযুগের (গ) মৌর্যযুগের (ঘ) আধুনিক যুগের। উত্তর : ২১(খ), ২২(ঘ), ২৩(ক), ২৪(গ), ২৫(ঘ), ২৬(ক), ২৭(খ), ২৮(ক), ২৯(খ), ৩০(ক)
×