ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাটোরে ছাত্রী নিবাসে কেরোসিনের স্টোভ বিস্ফোরণে তিন ছাত্রী দগ্ধ

প্রকাশিত: ০১:০৮, ২৭ জুন ২০১৯

নাটোরে ছাত্রী নিবাসে কেরোসিনের স্টোভ বিস্ফোরণে তিন ছাত্রী দগ্ধ

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরে একটি ছাত্রী নিবাসে কেরোসিনের স্টোভ বিস্ফোরণে নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজেরে তিন ছাত্রী দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে নাটোর শহরের বড়গাছা এলাকার জোতি ছাত্রী নিবাসে এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন, লালপুরের আব্দুলপুরের ছলিমুদ্দিনের মেয়ে ফাতেমাতুজ্জোহরা ও একই এলাকার সানজিদা ইয়াসমিন এবং গুরুদাসপুরের নাজিরপুর এলাকার শামিমা ইয়াসমিন। অগ্নিদগ্ধ তিনজনই এনএস সরকারি কলেজের দ্বাদশ বর্ষের ছাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শহরের বড়গাছা এলাকায় জ্যোতি ছাত্রী নিবাসে শামীমা নামে এক ছাত্রী কেরোসিনের স্টোভে খিচুড়ি রান্না করছিল। এসময় স্টোভের কেরাসিন ফুরিয়ে গেলে সানজিদা নামে অপর একজন স্টোভে তেল ঢালার চেষ্টা করে। এসময় স্টোভের বিস্ফোরণ হলে শামীমা ও সানজিদা অগ্নিদগ্ধ হয়। পরে ফাতেমাতুজ্জোহরা নামে অপর এক ছাত্রী তাদেরকে বাচানোর চেষ্টা করলে তিনিও অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। তবে শামীমা ও সানজিদার অবস্থা গুরুতর হওয়ায় তাদের দুইজনকে রাজশাহী মেডি্ক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
×