ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদাগাস্কারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১৬

প্রকাশিত: ০১:১৬, ২৭ জুন ২০১৯

মাদাগাস্কারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১৬

অনলাইন ডেস্ক ॥ আফ্রিকার দেশ মাদাগাস্কারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭৫ জন আহত হয়েছেন। খবর বিবিসির। বুধবার দেশটির রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। স্টেডিয়ামে প্যারেড শেষে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষগুলো। বিবিসি জানিয়েছে, প্যারেডের পর লোকজন স্টেডিয়াম ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় পুলিশ ফটকগুলো আটকে রাখলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্যারেড শেষে কয়েকটি ফটক তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়ে পুলিশ ভিড় আটকে রাখে। এসময়য় পদদলনের ঘটনা ঘটে। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্ড রাকোটোনিরিনা জানিয়েছেন ,ঠিক কী কারণে পদদলনের এ ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়। দেশটির প্রেসিডেন্ট এন্ড্রি রাজেওলিনা আহতদের দেখতে হাসপাতালে যান। আহতদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলেও এসময় জানান তিনি।
×