ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার মুক্তির জন্য এলডিপি’র 'জাতীয় মুক্তি মঞ্চ' ঘোষণা

প্রকাশিত: ০৬:১৪, ২৭ জুন ২০১৯

  খালেদা জিয়ার মুক্তির জন্য এলডিপি’র 'জাতীয় মুক্তি মঞ্চ' ঘোষণা

অনলাইন রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা কর্মীদের মুক্তি এবং মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায়ে 'জাতীয় মুক্তি মঞ্চ' ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নতুন এই মঞ্চের ঘোষণা দেন এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ। তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে প্রতি জেলায় লিগ্যাল এইড কমিটি গঠন করে বিরোধী দলের নেতাকর্মীদের মামলা নিয়ে লড়বে এলডিপি। সংবাদ সম্মেলনে মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিসহ ১৮ টি দাবি জানান তিনি। খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান কর্নেল অলি আহমেদ।
×