ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জামালপুরে গৃহবধূ ধর্ষণকারী জামান র‍্যাবের হাতে গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৪, ৩০ জুন ২০১৯

জামালপুরে গৃহবধূ ধর্ষণকারী জামান র‍্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শিশু সন্তানের গলায় ধারালো ছুরি ধরে ভয় দেখিয়ে তাদের সামনেই মাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি মো: আরশাদুজ্জামান ওরফে জামানকে (২৫)গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা। শনিবার গভীর রাতে বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড় এলাকার একটি রাইসমিলের চাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড় গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে শনিবার দুপুরে প্রতিবেশী যুবক জামানের বিরুদ্ধে নারী ও শিশু নির‍্যাতন দমন আইনে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। জামান চরকাউরিয়া সীমারপাড় গ্রামের মৃত আমরুল মিয়ার ছেলে। ধর্ষণের শিকার ওই নারী দরিদ্র এক রিকশাচালকের স্ত্রী। তার স্বামী ঢাকায় রিকশা চালান। মামলাটি দায়েরের পর বকশীগঞ্জ থানা পুলিশের পাশাপাশি র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার মো: তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র‍্যাবের একটি দলও শনিবার রাতে আসামি জামানকে গ্রেফতারে অভিযানে নামে। অভিযানের এক পর‍্যায়ে গভীর রাতে চরকাউরিয়া সীমারপাড় এলাকার একটি রাইসমিলের চাতাল থেকে আসামি জামানকে গ্রেফতার করে র‍্যাব। ওই নারীর পাঁচ বছরের এক মেয়ে এবং তিন বছরের এক ছেলেকে ধারালো ছুরি উচিয়ে ভয় দেখিয়ে তাদের সামনেই ওই নারীকে ধর্ষণ করেছে বলে র‍্যাবের কাছে স্বীকার করেছেন জামান। তিন বছরের ছেলেটির গলায় ছুরি ধরেছিলেন বলেও তিনি স্বীকার করেন। রবিবার দুপুরে আসামি জামানকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম জনকণ্ঠকে জানান, জামালপুর সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটির একমাত্র আসামি জামান র‍্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
×