ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ছটকুর সিনেমা ‘সাতই মার্চের বিকেল’

প্রকাশিত: ১১:২৫, ১ জুলাই ২০১৯

ছটকুর সিনেমা ‘সাতই মার্চের বিকেল’

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখা ‘সাতই মার্চের বিকেল’ অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদ। ‘সত্যের মৃত্যু নেই’ খ্যাত এই নির্মাতা বলেন, ‘সাতই মার্চের বিকেল’ উপন্যাসটি পড়ার পর একদিন পরিচালক মতিন রহমান আমাকে উপন্যাসটি থেকে সিনেমা নির্মাণের পরামর্শ দেন। উপন্যাসটি পড়ার পর আমারও হৃদয় ছুঁয়ে যায়। এরপরই এটি নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নেই। তিনি বলেন, ‘শুরুতে ভেবেছিলাম সেলিনা হোসেন হয়তো সিনেমা নির্মাণের জন্য অনুমতি দেবেন না। কিন্তু পরে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সম্মতি দেন। ২৬ জুন তিনি আমাকে ‘সাতই মার্চের বিকেল’ থেকে সিনেমা নির্মাণের লিখিত অনুমতি দিয়েছেন। এখন এটার চিত্রনাট্যের কাজ শুরু করেছি। ছটকু আহমেদ আরও জানান, সিনেমাটিতে সাবিহা নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর চরিত্রে তিনি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিতে চান। যদিও এ বিষয়ে এখনও তাদের মধ্যে কোন আলাপ হয়নি। এছাড়া চলতি বছর অক্টোবরে সিনেমাটির শূটিং শুরু হতে পারে বলেও জানান তিনি।
×