ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ৬ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্বার

প্রকাশিত: ০৭:৪৬, ১ জুলাই ২০১৯

ঠাকুরগাঁওয়ে ৬ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্বার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নে একটি পুকুর থেকে বালু উত্তলন কালে প্রায় ছয় কেজি ওজনের কষ্টিপাথরে অর্ধেক ভাঙা বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা শাওকত আলী জানান, আমরা কয়েক জন প্রায় ৬ মাস থেকে শফিকুল ভূইয়ার পুকুর খনন করে বালু উত্তলন করে আসছি। সোমবার সকালে বালু উত্তলন করতে গেলে ড্রেজার মেশিনের পাইপের মুখে কিছু একটা আটকে থাকে, আমি পানিতে ডুবে ড্রেজার মেশিনের পাইপের মুখে হাত দিয়ে দেখি একটি মূর্তির ভাঙা অংশ আটকে আছে। আমি পুকুর থেকে মুর্তিটি উত্তোলন করে আরো লোক জনকে দেখালে তার বলে এটা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি বলে জানায়। মূর্তি পাওয়ার খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে হাজারো উৎসুক জনতা দেখতে ভিড় করে এবং ঠাকুরগাঁও সদর থানায় অবগত করলে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়। তবে এলাকার লোকজনের ধারণা মূর্তির বাকি অংশ পুকুরেই থাকতে পারে । ঠাকুরগাঁও সদর থানার অপারেশন ওসি গোলাম মূরতুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
×