ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

যশোরে ছাত্রীকে যৌন নিপীড়নকারী শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০১:১৯, ৪ জুলাই ২০১৯

যশোরে ছাত্রীকে যৌন নিপীড়নকারী শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ছাত্রীকে যৌন নিপীড়নকারী শিক্ষক ইউসুফ আলীর বিচার এবং শিক্ষকদের কাছ থেকে নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একই স্কুলের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করে। মানববন্ধনে অংশ নেয়া এক শিক্ষার্থী জানিয়েছে, বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক ইউসুফ আলী দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন নিপীড়ন করে আসছে। কিছুদিন আগে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কু-প্রস্তাব দেয়ার বিষয়ে একই স্কুলের শিক্ষিকা নিনারা খাতুনের কাছে সেই ছাত্রী অভিযোগ দেয়। কিন্তু বিচার না পেয়ে সেই ছাত্রী বদলি সনদ নিয়ে অন্য স্কুলে চলে যায়। চার মাস আগে আরো দুই ছাত্রীকে কু-প্রস্তাব দেন শিক্ষক ইউসুফ আলী। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা সমালোচনা শুরু হয়। পরে ওই শিক্ষক একই গ্রামের শ্মশানপাড়ার এক ব্যক্তির মধ্যস্থতায় মিমাংসা করা হয়। ওই সময় শিক্ষক ইউসুফ আলী ক্ষমা চেয়ে রক্ষা পান। উল্লেখ্য, গত মঙ্গলবার সপ্তম শ্রেণির যে ছাত্রীকে যৌন নিপীড়ন করেছেন শিক্ষক ইউসুফ আলী এসময় ওই ছাত্রীর মাকেও (তিনিও শিক্ষিকা) তিনি নিপীড়নের চেষ্টা করেছিলেন। পরে তার মা আমদাবাদ স্কুলে চলে যান। এভাবে একের পর এক ছাত্রীদের যৌন নিপীড়ন করে আসছিলেন শিক্ষক ইউসুফ আলী। এসকল ঘটনার প্রতিবাদে এবং সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে নিপীড়নের ঘটনার বিচার দাবি করেছে তার সহপাঠীরা। এছাড়া শিক্ষকদের কাছ থেকে নিরাপত্তা দাবিতে বৃহস্পতিবার দুপুরে স্কুলের সামনে রাস্তার উপর মানববন্ধন করে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। এ ব্যাপারে বালিয়াভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের জানিয়েছেন, শিক্ষক ইউসুফ আলীর বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবারের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইউসুফ আলী প্রতিষ্ঠানের কাউকে না জানিয়ে নিজের দোষ থেকে মুক্তি পাইতে ভুক্তভোগী ছাত্রীর নানীর কাছে ক্ষমা চাইতে গিয়েছিলেন। সেখানে বিষয়টি কাউকে না জানানোর দাবিতে কিছু টাকা দিতে চেয়েছিলেন। গত মঙ্গলবার ইউসুফ আলীকে পুলিশ আটক করেছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।
×