ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অপু চৌধুরী

বৃষ্টি হলো

প্রকাশিত: ১১:৫২, ৬ জুলাই ২০১৯

 বৃষ্টি হলো

মেঘলা আকাশ বইছে বাতাস যাস নে কোথাও আর বৃষ্টি হবে আজকে তবে ডুববে পারাবার। ডুবতে পারে মাঠের ধারে আমার পোষা লালী আনতে গেলে সাঁই দিও মা দিও না আর গালি। বৃষ্টি এলো ডুবে গেলো পুকুর নদী গাঁ ফিরলো ঘরে খোকার লালী খোকা ফিরলো না। নিকষ কালো মেঘলা আকাশ সন্ধ্যা এলো নেমে খোকার খোঁজে একেলা মা হাঁকছে থেমে থেমে। আয় না খোকা কোথা আছিস মায়ের কোলে আয় বৃষ্টি হলে এবার তোকে শেকল দেবো পায়। বৃষ্টি হলো রাতও গেলো খোকা এলো না বুকের মানিক খোকাকে আর খুঁজে পেলো না।
×