ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দলবদল নিয়ে বাফুফের সিদ্ধান্তে নারাজ তিন ক্লাব!

প্রকাশিত: ০৭:০৬, ৯ জুলাই ২০১৯

দলবদল নিয়ে বাফুফের সিদ্ধান্তে নারাজ তিন ক্লাব!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের আসর এখনও শেষ হয়নি। অথচ তার আগেই আসন্ন মৌসুমের দলবদলের তারিখ ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থার এই সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বলে আগামী দলবদলের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে লিগের তিন ক্লাব সাইফ স্পোর্টিং,আরামবাগ ক্রীড়া সংঘ এবং চট্টগ্রাম আবাহনী। তাদের ভাষ্যমতে বাফুফের এ সিদ্ধান্তে দেশীয় ফুটবলারদের কাছ থেকে প্রত্যাশিত ‘সার্ভিস’ পাচ্ছেন না তারা। লিগ চলাকালীন অবস্থায় দলবদল নির্ধারণ করায় ক্লাবের ফুটবলারদের মনোসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে। তারা ঠিকমতো খেলছে না। কারণ লিগ শেষ না হতেই দলবদলের তারিখ পড়ে গেছে। অথচ বাফুফের দাবি, ক্লাবগুলোকে চিঠি দিয়ে জানিয়ে এবং তাদের মতামত নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। সোমবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ফুটবল ক্লাব সমিতি। যেখানে তারা বাফুফেকে আগামী ১৫ দিনের মধ্যে বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণার দাবি করেছেন। সেই সঙ্গে ফুটবল লিগের অংশগ্রহণ অর্থ এবং ট্রান্সফার ফি অবিলম্বে ক্লাবগুলোকে দেয়া না হলে পরবর্তী দলবদলে অংশগ্রহণ না করার হুঁশিয়ারি দিয়েছে।
×